Usman Khawaja Takes Dig At ICC After They Don’t Give Him Permission To Show Dove Sign On Bat

মেলবোর্ন: জুতোয় বিশেষ বার্তা লেখায় ছিল নিষেধাজ্ঞ। সেই কারণেই ব্যাটে শান্তির বার্তা হিসাবে ঘুঘু পাখির ছবি লাগাতে চেয়েছিলেন। তবে উসমান খাওয়াজার (Usman Khawaja) সেই অনুরোধও খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এর পরেই আইসিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা ব্যাটার।   

ম্যাচের আগের দিন খাওয়াজা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি একাধিক আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যাট হাতে ছবি দেন। এই ছবির বিশেষত্ব হল যে এই ছবিগুলিতে তারকাদের হাতে যে ব্যাট রয়েছে তাতে বিশেষ চিহ্ন রয়েছে। নিজের পোস্টের খাওয়াজা ‘ডবল স্ট্যান্ডার্ড’ এবং ‘ইনকনসিসটেন্ট’, এই দু’টি হ্যাশটাগ দেন। নাম না করলেও, খাওয়াজা যে আইসিসির বিরুদ্ধেই দ্বিচারিতা এবং ধারাবাহিকতার অভাবের অভিযোগ এনেছেন, তা বলাই বাহুল্য। 

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: খেলেছেন ১৬৯ রানের ইনিংস, আবার একাধিকবার ০ রানেও ফিরছেন, বক্সিং ডে টেস্টে কোহলির রেকর্ড কেমন?