আচরণবিধি ভঙ্গ করায় নড়াইল-১ আসনের নৌকা ও লাঙ্গলের প্রতিনিধিকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে নড়াইল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিল্টন মোল্লার প্রতিনিধিকে ১০ হাজার টাকা করে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন এ জরিমান করেন।

আদালত সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধিমালা অনুযায়ী কোন প্রার্থীর এক ইউনিয়নে একটার বেশি নির্বাচনী ক্যাম্প থাকতে পারবেন না। কিন্তু কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের একাধিক অফিস (ক্যাম্প) থাকায় আচরণবিধিমালা ২০০৮ এর ১০ (ঘ) আইনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা করা হয়।

দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বিডি২৪লাইভকে বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্থীদের জরিমানা করা হয়েছে। এমন অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ