IND Vs SA 1st Test: Virat Kohli Surpasses Rahul Dravid And Rohit Sharma In Just One Innings

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs SA 1st Test) মাধ্যমেই বিশ্বকাপ ফাইনালের এক মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেঞ্চুরিয়নে স্বাভাবিকভাবেই তাঁর দিকে ক্রিকেটভক্তদের নজর ছিল। ম্যাচে খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি বটে, তবে ৩৮ রান করেই এক সঙ্গে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন ‘কিং কোহলি’।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ১৫তম টেস্ট খেলতে নেমছেন বিরাট কোহলি। রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির আর ১৬ রানের প্রয়োজন ছিল। তা করতে সক্ষম হন বিরাট। দ্রাবিড় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে মোট ১২৫২ রান করেছেন।৩৮ রানের ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির টেস্টে রানসংখ্যা দাঁড়াল ১২৭৪। তাঁর ব্যাটিং গড় ৫৫.৩৯। দ্রাবিড়কে পিছনে ফেলে কোহলি ভারতীয় হিসাবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন।

তিনি এই ইনিংসের সুবাদে আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও টপকে গেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলিই বর্তমানে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলি ৫৭ ইনিংস খেলে ২১০১ রান করে ফেলেছেন। সেখানে ৪২ ইনিংসে রোহিত শর্মার সংগ্রহ ২০৯৭ রান। 

দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ় জয়ের লক্ষ্যে জয়সওয়াল, শ্রেয়সদের ওপরই ভরসা রেখেছিলেন নির্বাচকরা। ব্যাটিং অর্ডারেও বদল করা হয়। কোহলি তাঁর তিন নম্বর স্লট গিলকে ছেড়ে দেন। জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেনে নামায়, গিল তিনে নেমে আসেন। চারে নামেন বিরাট। কিন্তু কাজের কাজ কিছুই হল না। রাবাডার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত মাত্র পাঁচ রান করে। ভাল শুরু করেও ক্রিজে থিতু হতে পারেননি জয়সওয়াল। চারটি বাউন্ডারি হাঁকালেও ১৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় জয়সওয়ালকে। বার্গার তুলে নেন বাঁহাতি ভারতীয় ওপেনারের উইকেট। 

বার্গারের দ্বিতীয় শিকার হন গিল। দুই রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। মাত্র ২৪ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। সেখান থেকে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের পরই অবশ্য আঘাত হানেন রাবাডা। ৩১ রান করে প্রোটিয়া পেসারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান শ্রেয়স। বিরাটও ক্রিজে সেট হয়েও রাবাডার বলে ৩৮ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর শার্দুল ২৪ রানের ইনিংস খেলেন। অশ্বিন করেন আট রান। 

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাডা পাঁচ উইকেট নেন। এছাড়া নবাগত নান্দ্রে বার্গার ২ উইকেট নেন ও মার্কো জানসেন একটি উইকেট নেন। দিনশেষে রাহুলের দৌলতেই ভারত আট উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। অবশ্য বৃষ্টির জন্য দিনে মাত্র ৫৯ ওভারই খেলা সম্ভব হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অর্ধশতরানের গণ্ডি পার করলেন কেবল লাবুশেন, পাক বোলারদের দাপটে ৩১৮ শেষ অস্ট্রেলিয়ার ইনিংস