আলোকসজ্জা করায় গুনতে হল জরিমানা টাকা

কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র (ট্রাক মার্কা) নির্বাচনীয় অফিসে আলোকসজ্জা করে দৃষ্টিনন্দন ও নির্বাচনের আচারণবিধি ভঙ্গ করায় জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। 

(২৭ ডিসেম্বর ২০২৩) বুধবার বিকেলে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বেড়িবাঁধের নিচে স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক ভূঁইয়া রুমি’র ট্রাক মার্কার অফিসে বিদ্যুৎ এর সাহায্যে আলোকসজ্জা করায় সংসদ নির্বাচনে  রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮  বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: রেজাউল করিম  (৪৯) নামে এক সমর্থক কে ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং উক্ত আলোকসজ্জা অপসারণ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

মোঃ ছামিউল ইসলাম প্রতিনিধিকে বলেন আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনে সব প্রার্থীকে আইন মেনে চলতে হবে। নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।