Virat Kohli Fulfills Young Fan’s Wish, Gives Him Autograph On RCB Jersey Get To Know

সেঞ্চুরিয়ন: প্রিয় ক্রিকেটারের সই করা জার্সি উপহার হিসেবে পাওয়া যে কোনও সমর্থকের কাছে স্বপ্নের মত। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টে তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল এক খুদে সমর্থক। শুধু জার্সি উপহারই পেলেন না। স্বয়ং সাক্ষাৎ পেলেন বিরাট কোহলিরও। তাঁর হাত থেকেই আরসিবির জার্সি উপহার পেলেন সেই খুদে। জার্সিতে বিরাট নিজের হাতে সই করে দিলেন। নিজে পরে সেই খুদের সঙ্গে ছবিও তুলেন। 

 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের মাধ্যমেই বিশ্বকাপ ফাইনালের এক মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরিয়নে স্বাভাবিকভাবেই তাঁর দিকে ক্রিকেটভক্তদের নজর ছিল। ম্যাচে খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি বটে, তবে ৩৮ রান করেই এক সঙ্গে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন ‘কিং কোহলি’।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ১৫তম টেস্ট খেলতে নেমছেন বিরাট কোহলি। রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির আর ১৬ রানের প্রয়োজন ছিল। তা করতে সক্ষম হন বিরাট। দ্রাবিড় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে মোট ১২৫২ রান করেছেন।৩৮ রানের ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির টেস্টে রানসংখ্যা দাঁড়াল ১২৭৪। তাঁর ব্যাটিং গড় ৫৫.৩৯। দ্রাবিড়কে পিছনে ফেলে কোহলি ভারতীয় হিসাবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। তিনি এই ইনিংসের সুবাদে আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও টপকে গেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলিই বর্তমানে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলি ৫৭ ইনিংস খেলে ২১০১ রান করে ফেলেছেন। সেখানে ৪২ ইনিংসে রোহিত শর্মার সংগ্রহ ২০৯৭ রান। 

এদিকে, সেঞ্চুরিয়নে দ্বিতীয়বার শতরান হাঁকালেন কে এল রাহুল। সেঞ্চুরিয়নে অবশ্য ২০২১-২২ মরসুমেও সেঞ্চুরি করেছিলেন তিনি। খেলেছিলেন ১২৩ রানের ইনিংস। এই মাঠে নিজের শতরানের ধারা অব্যাহত রাখলেন তিনি। তবে ২৫০ রানের দোরগোড়ায় অল আউট হয়ে গেল ভারত। ২৪৫ রানে শেষ হয় ইনিংস। রাহুল করেন ১০১ রান। রাবাডার পাঁচ উইকেটের পাশাপাশি নান্দ্রে বার্গার নিজের অভিষেক টেস্টে তিনটি উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেছেন।