ABP Exclusive: Manoj Tiwary Likely To Lead Bengal In Ranji Trophy, Shahbaz Ahmed Uncertain For The First Match

সন্দীপ সরকার, কলকাতা: গত মরশুমে লাল বলের ক্রিকেটে তিনিই ছিলেন বাংলার অধিনায়ক। সাধ ছিল, অধিনায়ক হিসাবে রঞ্জি ট্রফি (Ranji Trophy) জিতে ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু স্বপ্নপূরণ হয়নি মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলেও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে যায় বাংলা (Bengal Cricket Team)। পরে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেন মনোজ। যদিও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পাশে বসিয়ে ঘোষণা করেন, আর এক মরশুম বাংলার হয়ে খেলবেন তিনি।

স্বপ্নপূরণের আর একটি সুযোগ পাচ্ছেন মনোজ। এবং সেটা সম্ভবত অধিনায়ক হিসাবেই। সব কিছু ঠিকঠাক চললে আসন্ন রঞ্জি ট্রফিতে মনোজই নেতৃত্ব দেবেন বাংলাকে। তাঁর সঙ্গে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কথাও হয়ে রয়েছে। ২৯ ডিসেম্বর, শুক্রবার বাংলার দল নির্বাচন। সেদিনই অধিনায়ক হিসাবে মনোজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাওয়ার কথা।

গত মরশুমে মনোজের অধিনায়ক হওয়াটা কিছুটা কাকতালীয়ভাবে হয়েছিল। অভিমন্যু ঈশ্বরণ জাতীয় শিবিরে ডাক পাওয়ায় মনোজের হাতে তুলে দেওয়া হয়েছিল নেতৃত্বের ব্যাটন। এবারও অভিমন্যু রয়েছেন ভারত এ দলে। সীমিত ওভারের ক্রিকেটের দুই টুর্নামেন্ট – বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলাকে নেতৃত্ব দেন সুদীপ ঘরামি। তারপর থেকেই জল্পনা চলছিল, রঞ্জিতেও সুদীপকেই অধিনায়ক করা হয় কি না। তবে সিএবি সূত্রে খবর, মনোজের সঙ্গেই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কথা হয়ে রয়েছে। কেরিয়ারের শেষ রঞ্জি ট্রফিতে অধিনায়ক হিসাবেই নামবেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার।

তবে রঞ্জি ট্রফির আগে কয়েকটা কাঁটা বাংলা শিবিরে বিঁধছে। যার মধ্যে অন্যতম, অলরাউন্ডার শাহবাজ আমেদের চোট। বিজয় হাজারে ট্রফিতে বাংলার শেষ ম্যাচেও হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। গত কয়েক মরশুম ধরেই চাপের মুখে পারফর্ম করছেন। তবে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের আগে শাহবাজকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন শাহবাজ। তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে রিপোর্টের অপেক্ষায় সিএবি। দু-একদিনের মধ্যে সেই রিপোর্ট চলে আসার কথা। তারপর সিদ্ধান্ত হবে শাহবাজকে প্রথম ম্যাচের দলে রাখা হবে কি না। শাহবাজ খেলতে না পারলে স্পিনার হিসাবে বিকল্প কাউকে দলে নেওয়া হবে।

দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় ক্রিকেটের সুপার লিগের পারফরম্যান্সকেও। বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস বলছিলেন, ‘সুপার লিগে যারা পারফর্ম করবে বা করেছে, তাদেরই সুযোগ দেওয়া হবে। এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটে নতুনদের সুযোগ দিতে চাই। কিন্তু লাল বলের ক্রিকেটে, রঞ্জি ট্রফিতে অভিজ্ঞদেরই নেওয়া হবে। ম্যাচ খেলেছে, এমন ক্রিকেটারদেরই নেওয়া হবে।’ যোগ করলেন, ‘সুপার লিগ রঞ্জি ট্রফির সমতুল্য টুর্নামেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল। যারা পারফর্ম করছে, তারা সুযোগ পাবে।’

বিশাখাপত্তনমে ৫ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা। সেই ম্যাচে মুকেশ কুমারের বিকল্পও খুঁজতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে রয়েছেন মুকেশ। খুঁজতে হবে অভিমন্যুর পরিবর্তও। ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন ডানহাতি ওপেনার। তাঁর বিকল্প হিসাবে একজন ওপেনার নিতে হবে দলে। তবে পার্টটাইম ওপেনার নয়। নির্বাচক কমিটি চাইছে, কোনও ওপেনারকে দিয়েই ইনিংস গোড়াপত্তন করাতে। শুভময় বলছেন, ‘মুকেশের না থাকাটা ধাক্কা তো বটেই। লাল বলে ধারাবাহিকভাবে উইকেট তোলে ও।’ রবি কুমারের চোট রয়েছে। তাঁর দলে থাকার সম্ভাবনা নেই। তবে দলে চমক থাকতে পারে। জানা গেল, চার-পাঁচজনের নাম নিয়ে আলোচনা চলছে। যাদের মধ্যে কারও সামনে রঞ্জি ট্রফির দরজা খুলে যেতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে