Amit Shah on Abhishek Banerjee: শাহের ভাষণের মাঝে স্লোগান তুললেন শুভেন্দু, ‘ভাইপো’কে নিয়ে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য ও জেলা স্তরে বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়া পরিচালনা করা ব্যক্তিদের নিয়ে গতকাল বৈঠক করেছিলেন বিজেপির ‘চাণক্য’ শুভেন্দু অধিকারী। আর সেই সভাতেই ‘ভাইপো’ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর প্রশ্নের মুখে পড়ে তা এড়িয়ে যাননি শাহ। দিয়েছেন জবাব। রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে রুদ্ধদ্বার বৈঠকে উঠেছিল ‘ভাইপো’ প্রসঙ্গ। বৈঠক চলাকালীন তৃণমূলের গ্রেফতার হওয়া নেতাদের নাম নিচ্ছিলেন শাহ। সেই সময় বিজেপি কর্মীরা প্রশ্ন করেন, ‘ভাইপোর কী হবে?’ এর জবাবে অমিত শাহ বলেন, ‘যাঁরা গ্রেফতার হয়ে গিয়েছেন আমি তাঁদের নাম নিয়েছি। যাঁরা গ্রেফতার হবেন তাঁদের নাম তো বলিনি।’ শাহের এই কথা শুনেই সভাগৃহ ভরে ওঠে তুমুল হাততালিতে।

এদিকে গতকালকে এই অনুষ্ঠানেই অমিত শাহের বক্তৃতার সময় নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার স্লোগান তোলেন। তিনি বলতে থাকেন – ‘মমতা চোর’। এর জেরে বক্তৃতা থামিয়েও দিতে হয় শাহকে। শুভেন্দুর দিকে তাকিয়ে নাকি শাহ হালকা চালে হেসেছিলেন। অমিত শাহ গতকালকের বৈঠকে নাকি বলেন, ‘বাংলায় যা অবস্থা, তাতে দিদি যেটাই করে নিক না কেন, এখানে জিতবে তো বিজেপি।’ এদিকে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘সিএএ দেশের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই নিয়ে বিভ্রান্ত করছেন। আমাদের দল সিএএ কার্যকর করতে বদ্ধপরিকর। বাংলায় বিজেপি সরকার গঠনের জন্য কাজ করতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। বাংলায় বিজেপি সরকারের অর্থ হবে গরু পাচার রুখে দেওয়া, সিএএ কার্যকর করা।’

এদিকে এরই মাঝে দাবি করা হয়, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নাকি ১৫ জনের নির্বাচনী কমিটি গঠন করে দিয়ে গিয়েছেন শাহ-নড্ডা। সংবাদমাধ্যমে যে তালিকা প্রকাশিত হয়, তাতে ছিল না বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীর নাম। এই আবহে জল্পনা শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এই আবহে শাহ ও নড্ডা কলকাতা ছাড়তেই এই ‘কমিটি’ নিয়ে মুখ খোলেন সুকান্ত মজুমদার। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই ধরনের কোনও কমিটি নাকি শাহ ও নড্ডা গড়ে দিয়ে যাননি। শোনা গিয়েছিল, রাজ্যে এসে ১৫ সদস্যের এক ভোট ‘ম্যানেজমেন্ট টিম’ তৈরি করে দিয়েছিলেন শাহ ও নড্ডা। প্রসঙ্গত, বিধাননগরের এক হোটেলে বিজেপির ১৫ জন নেতা বৈঠক করেছিলেন শাহ-নড্ডার সঙ্গে। এরপরই জল্পনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনও কমিটি তৈরি হয়নি। রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনও নেতার নাম থাকে না। সম্ভবত, আজকের বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, সেই লিস্ট আপনারা পেয়েছেন। আগামী দিনের রোডম্যাপ কী হবে চব্বিশের ভোটকে সামনে রেখে সেই কথা বলে গিয়েছেন তাঁরা। যে ৩৫টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো।’