Ferry Service: নামমাত্র ভাড়া, জলপথেই যাতায়াত, জেনে নিন দক্ষিণ ২৪ পরগনার ফেরি সার্ভিসের তথ্য় একনজরে

দক্ষিণ ২৪ পরগনা জেলার গণপরিবহণের অন্য়তম মাধ্যম হল ফেরি সার্ভিস। গোটা জেলা জুড়ে একাধিক রুটে রয়েছে এই সার্ভিস। বহু মানুষ এই সার্ভিসের উপর নির্ভরশীল। সেই পরিষেবার নানা খুঁটিনাটি বিষয়গুলি দেখে নিন।

ডায়মণ্ডহারবার ফেরিঘাট

দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরে যোগাযোগের অন্য়তম মাধ্য়ম হল এই ফেরি সার্ভিস। ডায়মন্ডহারবার থেকে কুকরাহাটি পর্যন্ত এই ফেরি সার্ভিস। সকাল সাড়ে ৬টা থেকে এই সার্ভিস চালু হয়ে যায়। প্রচুর মানুষ এই সার্ভিসের উপর নির্ভরশীল। ভাড়া ২০টাকা। সন্ধ্যে সাতটা পর্যন্ত এই ফেরি সার্ভিস থাকে।

নুঙ্গি ফেরিঘাট

নুঙ্গি থেকে সকাল ৬টা ২৫ নাগাদ এই ফেরি সার্ভিস চালু হয়ে যায়। রাত ৯টা পর্যন্ত এই সার্ভিস চলে। প্রচুর মানুষ নুঙ্গি ফেরিঘাট থেকে হীরাপুর পর্যন্ত ফেরিতে যাতায়াত করেন।

বজবজ ফেরিঘাট

হাওড়ার সঙ্গে সংযোগকারী এই বজবজ ফেরিঘাট। হাওড়া জেলার বাউরিয়া থেকে বজবজ পর্যন্ত ফেরি সার্ভিস রয়েছে। মাত্র ৬টাকা ভাড়া। রাত ৯টা পর্যন্ত এই সার্ভিস রয়েছে।

আছিপুর ফেরিঘাট

আছিপুর ফেরিঘাটের মাধ্যমে হাওড়া জেলার উলুবেড়িয়ার সঙ্গে সংযোগ রক্ষা করা যায়। রাত ৮টা পর্যন্ত এই ফেরিসার্ভিস রয়েছে।

পুজালি ফেরিঘাট

পুজালি ফেরিঘাট থেকে লাডলো পর্যন্ত ফেরি সার্ভিস রয়েছে। প্রতি ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা অন্তর এই ফেরি সার্ভিস রয়েছে। পুজালি ঘাট থেকে এই ফেরি পরিষেবা রয়েছে।

ঝড়খালি, গদখালি ফেরিঘাট-গোসাবা ফেরি সার্ভিস বা সুন্দরবন ফেরি সার্ভিস

ঝড়খালি, গদখালি, গোসাবা এই ফেরি সার্ভিস মূলত সুন্দরবনে যাতায়াতের জন্য় অত্যন্ত উল্লেখযোগ্য। যারা সুন্দরবনে বেড়াতে যান তারা এই পথেই যাতায়াত করেন। এই ঘাট থেকে সুন্দরবন ভ্রমণের জন্য যে লঞ্চগুলি ছাড়ে তার নির্দিষ্ট রেট রয়েছে। প্যাকেজ সিস্টেমেও এখান থেকে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা রয়েছে।

বিড়লাপুর ফেরিঘাট

ভালোই ভিড় হয় এই ফেরিঘাটে। সকাল ৬টা ১৫ মিনিট থেকেই এই ফেরিসার্ভিস চালু হয়ে যায়। আধ ঘণ্টা অন্তর ফেরি সার্ভিস চলতে থাকে।