ঈগল মার্কার এমপি হলে শেখ হাসিনার লাভ নেই: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ঈগল মার্কার এম পি হলে শেখ হাসিনার কোনও লাভ হবে না। পৃথিবীর কোনও দেশে স্বতন্ত্ররা  সরকার গঠন করেছে, এমন রেকর্ড নাই।

মঙ্গলবার বিকালে ইন্দুরকানী উপজেলার  কলারণ চন্ডীপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আনোয়ার হোসেন মঞ্জু নৌকা নিয়ে আসছেন। তিনি জোয়ার ভাটা বোঝেন।

শ ম রেজাউল করিম বলেন, ২০১৪ সালে আমি মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী আমাকে মনোনয়ন দেননি। আমরা আওয়ামীলীগ করলে নেত্রীকে মানতে হবে। নেত্রী আমাকে মনোনয়ন দেননি আমি নির্বাচন করিনাই। ২০১৮ সালে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি নির্বাচন করেছিলাম। এবারো নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন আমি নির্বাচন করবো।

 তিনি আরও বলেন, আমি সবসময় নৌকার সাথে ছিলাম, এখন নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। যদি কোন দিন নৌকা নাও পাই তারপরও নৌকা ছেড়ে যাব না।

শ ম রেজাউল করিম বলেন, আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের সেবা করতে চাই, তাই আমি সকলের সহযোগিতা চাই।  এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য শান্তির প্রতীক নৌকায় ভোট দিন। 

জানা গেছে, এই সম্মেলনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি আব্দুর রাজ্জাক খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  পিপি অ্যাডভোকেট সর্দার ফারুক আহম্মেদ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চান, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, জেলা ওলামা লীগ নেতা ফারুক আব্দুল্লাহ, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম, বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি উপজেলার পাড়েরহাট বন্দর, বালিপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।