Medinipur: তৃণমূলি পুরপ্রধানের অপসারণ চেয়ে মেদিনীপুরে ফের বিক্ষোভে তৃণমূলি কাউন্সিলররা

ফের এবার মেদিনীপুর পুরসভায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আরও একবার পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করে তাঁকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। তাঁদের অভিযোগ, জেনে বুঝে একাংশের কাউন্সিলরদের বঞ্চনা করছেন পুরপ্রধান। এর আগে ২০২২ সালের ২২ ডিসেম্বর মেদিনীপুর পুরপ্রধানের বিরুদ্ধে একই রকম বিক্ষোভ হয়েছিল। তবে তাঁকে অপসারণ করেনি নেতৃত্ব।

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সঙ্গে ১০ – ১১ জন কাউন্সিলর রয়েছেন। যাদের অভিযোগ মেদিনীপুরের তৃণমূলি পুরপ্রধান পুরসভায় স্বৈরাচার চালাচ্ছেন। নিজের পছন্দের কাউন্সিলরদেরই যাবতীয় সুযোগ সুবিধা পাইয়ে দেন তিনি। বাকিরা চরম বঞ্চনার শিকার। এই অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে বসেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। বিক্ষোভে সৌমেন বাবুকে অপসারণের দাবিতে স্লোগান ওঠে।

বিক্ষোভকারী তৃণমূল কাউন্সিলরদের দাবি, তৃণমূলি পুরপ্রধান সৌমেন খান কাউকে কিছু না জানিয়েই পুরসভায় অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন। তাঁকে কোনও প্রশ্ন করলে দুর্ব্যবহার করেন তিনি।

বলে রাখি, ২৫ আসনের মেদিনীপুর পুরসভায় ২০টি আসনে জয় পেয়েছিল তৃণমূল। ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছিল বামেরা। ১টি করে ওয়ার্ডে জিতেছিল কংগ্রেস ও নির্দল।

এদিনের বিক্ষোভ নিয়ে মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব। বরাবরের মতো এবারও চুপ ছিলেন সৌমিত্রবাবু। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে দলীয় নেতৃত্বের কাছ থেকে দাবি দাওয়া আদায় করতে চাপ বাড়াচ্ছে দলীয় নেতাকর্মীদেরই একাংশ। তার জেরেই এই বিক্ষোভ। সৌমেনবাবুকে নিয়ে আগেই নিজেদের অবস্থায় স্পষ্ট করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাই নতুন করে একই দাবি তুলে ফল পাওয়ার সম্ভাবনা নেহাতই কম।