Pappu Singh: ‘সব করিয়েছে সোমনাথ শ্যাম’ আদালতে পেশের সময় দাবি পাপ্পু সিংয়ের

তৃণমূলকর্মী ভিকি যাদব খুনে যখন সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের তরজায় উত্তপ্ত বারাকপুর তখন বোমা ফাটালেন ওই ঘটনায় গ্রেফতার পাপ্পু সিং। এদিন আদালতে পেশ করার সময় তিনি বলেন, ‘সব করিয়েছে সোমনাথ শ্যাম।’

ভিকি যাদব খুনে গত ২১ ডিসেম্বর গ্রেফতার হন সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু ওরফে সঞ্জিত সিং। তাঁর গ্রেফতারির পরই আড়াআড়ি ভাগ হয়ে যায় বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল। পাপ্পু এই খুনে যুক্ত বলে আগেই মন্তব্য করেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাই তাঁর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন অর্জুনের অনুগামীরা। পালটা ভাইপো গ্রেফতার হওয়ায় অর্জুনের গ্রেফতারির দাবিতে সরব হয় অন্য পক্ষ। এরই মধ্যে পাপ্পুকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। হেফাজতের মেয়াদ শেষে বুধবার তাঁকে ফের আদালতে পেশ করে পুলিশ।

এদিন পাপ্পুকে আদালতে পেশের আগেই বারাকপুর আদালত চত্বরে ‘আমরাও পাপ্পু’ লেখা ও পাপ্পু সিংয়ের ছবি দেওয়া ব্যানার গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অনুগামীরা।

এরই মধ্যা পাপ্পুকে আদালতে নিয়ে আসে পুলিশ। তখন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কে করিয়েছে? জবাবে তিনি বলেন, ‘সব সোমনাথ শ্যাম করিয়েছে।’ বলে রাখি, সোমবারই সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, পাপ্পু সিংয়ের গ্রেফতারি নিয়ে কোনও বিতর্কে তাঁকে মুখ খুলতে বারণ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তবে তাঁর দাবি, ভাইপো পাপ্পু সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। পালটা সোমনাথ শ্যামের দাবি, পাপ্পু সিং নিজে বলেছে কাকার নির্দেশ ছাড়া সে এক পাও নড়ে না।