PM Narendra Modi: এত গ্রাহক মোদীর ইউটিউব চ্যানেলে! বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা অনেক পেছনে, ছাপিয়ে গেলেন সবাইকে

ইউটিউবে ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউবে গ্রাহক সংখ্যার কথা জানলে মাথা কার্যত ঘুরে যাবে। গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের ইউটিউব চ্যানেলকে কার্যত ছাপিয়ে গেলেন মোদী একাই। শুধু দেশের মধ্য়েই নয়, বিদেশের মাটিতেও কার্যত মোদীর সমকক্ষ আর কেউ নেই।

বরাবরই ইউটিউবে ঝড় তোলেন মোদী। তাঁর ভিডিয়ো দেখার জন্য় মুখিয়ে থাকেন মানুষ। দেশ বিদেশের মানুষ মোদীর ভিডিয়ো দেখেন। তাবড় রাষ্ট্রনেতারা পিছিয়ে গেল তাঁর এই সাফল্যে। ফের প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু ক্ষেত্রে তিনি বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের থেকে এগিয়ে রয়েছেন অনেকটাই। ইউটিউবে ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার। ধারে কাছে কেউ নেই মোদীর।  

মোদীর পরেই স্থান রয়েছে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বোলসোনারা। তাদের গ্রাহক সংখ্য়া মোটামুটি ৬.৪ মিলিয়ন। তবে তিনি মোদীর ধারে কাছে নেই। 

আর এই ইউটিউব চ্যানেলে গ্রাহকের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর চ্যানেলের গ্রাহক সংখ্য়া ১.১ মিলিয়ন। আর চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্য়া প্রায় ৭৯৪,০০০। 

আর ভিউয়ের নিরিখে এগিয়ে রয়েছে মোদীর চ্যানেল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মোদীর চ্যানেলে ভিউ হয়েছিল ২.২৪ বিলিয়ন। আর এই চ্যানেল যত দর্শক দেখছেন সেই নিরিখে মোদীর চ্যানেল জেলেনেস্কির থেকে প্রায় ৪৩ গুণ এগিয়ে রয়েছে। 

মোদীর চ্য়ানেলে প্রায় ৪৫০ কোটি ভিডিয়ো দেখেছেন মানুষ।  এদিকে বার বারই গোটা বিশ্বের জনপ্রিয়তম নেতার নিরিখে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিকে ভারতের অন্যান্য় রাজনৈতিক নেতারাও ইউটিউব চ্যানেলের নিরিখে মোদীর কাছাকাছিও নেই। একের পর এক ক্ষেত্রে মোদী টপকে গিয়েছেন অনেককেই। গত ২০২২ সালে মোদীর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্য়া ১০ মিলিয়ন পেরিয়ে গিয়েছিল। অন্যদিকে আরও যে সমস্ত বিশ্বনেতারা ডিজিটাল মাধ্য়মে, ইউটিউবে বেশ জনপ্রিয় তাদের মধ্য়ে অন্যতম হলেন,  তুর্কির রিসেপ তায়িপ এর্ডোগান, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, আর্জেন্টিনার আলবার্টো ফার্নান্ডেজ রয়েছেন এই তালিকা।