AUS Vs PAK 2nd Test: Play Delayed Due To Third Umpire Stuck In Lift At MCG

মেলবোর্ন: লিফটে আটকে পড়লেন আম্পায়ার (Umpire)। সেই কারণে ম্যাচ বন্ধ রইল!

কোনও ক্লাব ম্যাচে নয়, এই বেনজির কাণ্ড ঘটেছে মেলবোর্নে (MCG)। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) বক্সিং ডে টেস্ট ম্যাচে। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়লেন। যে কারণে ম্যাচ বন্ধ রাখতে হল খানিকক্ষণ।

বৃহস্পতিবারের ঘটনা। যা অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের তৃতীয় দিন। মধ্যাহ্নভোজের বিরতির পর দুই দলের ক্রিকেটারেরা তখন মাঠে নেমে পড়েছেন। দুপুর ১.২৫-এ শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু খেলা থামিয়ে রাখেন মাঠের দুই আম্পায়ার। কারণ, তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়েন। নিজের জায়গায় ফিরতে পারেননি তিনি।

ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন ক্রিজে অপরাজিত অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে তখন বেশ চাপে অস্ট্রেলিয়া। মাত্র ৬ রানে পড়ে গিয়েছে ২ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে মাত্র ৬০ রানের লিড। কড়া পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন ওয়ার্নার ও স্মিথ – দলের দুই পোড়খাওয়া তারকা। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে দেরি হয় অভিনব কারণে।

ধারাভাষ্যকারেরা ম্যাচ বন্ধ থাকার আসল কারণ প্রকাশ্যে আনেন। তাঁরা জানান, লিফটে আটকে পড়েছেন ইলিংওয়ার্থ। মাঠে থাকা এক আধিকারিককে দেখা যায় দৌড়ে গিয়ে ইলিংওয়ার্থকে সাহায্য করতে। মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসন ক্রিকেটারদের আসল ঘটনার ব্যাপারে জানান। প্রায় দশ মিনিটের কাছাকাছি ম্যাচ বন্ধ থাকে।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, “অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে।” সহ-ধারাভাষ্যকার ওয়াসিম আক্রমও তাতে সম্মতি দেন। জানান, এই ঘটনা অতীতে কোনও দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভন বলেন, “আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?” আক্রম মাথা নাড়িয়ে না বলেন।

তারপর চতুর্থ আম্পায়ার ফিল গিলেসপি দৌড়ে তৃতীয় আম্পায়ারের বক্সে যান। যাতে ম্যাচ শুরু করা যেতে পারে। খানিক পরে সেখানে এসে দায়িত্ব বুঝে নেন ইলিংওয়ার্থ। তাঁকে তখন রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে। তবে নিজের চেয়ারে বসার সময় টিভি ক্যামেরা তাঁকে ধরতেই হাত নেড়ে সকলকে অভিবাদন জানান ইলিংওয়ার্থ।

 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে।