বগুড়ার শেরপুরে বালুর পয়েন্টে প্রশাসনের অভিযান

বগুড়ার শেরপুরে একের পর এক উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযানে আতঙ্কে রয়েছে ভূমিদস্যুরা। শুক্রবার শুক্রবার (২৯ ডিসেম্বর ) বিকেলে খানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় আবু বক্কর ও চার্লির অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ী আবু বক্কর ও চার্লি অবৈধভাবে বালু উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিধান চালান। অভিযান টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। সেখানে বালু উত্তোলনের সরঞ্জাম দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেন । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,  কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছে। প্রশাসন বারবার অভিযান চালালে কয়েকদিন বন্ধ থাকার পর আবারো বালু উত্তোলন করে। 

এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারী  ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 



আশরাফুল/সা.এ.