Nepal Cricketer Sandeep Lamichhane Convicted, Career In Jeopardy, Know Details

কাঠমাণ্ডু: বিপর্যয়ের মুখে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে দোষী ঘোষণা করল কাঠমাণ্ডু জেলা আদালত। সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) কড়া শাস্তি হতে পারে। যিনি এক সময় নেপাল ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে খেলেছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার ছিলেন।    

শুক্রবার কাঠমাণ্ডু জেলা আদালতের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শিশির রাজ ধকল চূড়ান্ত শুনানির পর জানিয়ে দেন, সন্দীপের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে অভিযোগকারিণী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি নাবালিকা ছিলেন। সেই দাবি খারিজ করে দিয়েছেন বিচারপতি। জানিয়েছেন, ঘটনার সময় ওই মহিলা নাবালিকা ছিলেন না। প্রাপ্তবয়স্কই ছিলেন।

পরের শুনানির দিনই নির্ধারিত হয়ে যাবে, কী শাস্তি হবে সন্দীপ লামিছানের। আপাতত জামিনে মুক্ত রয়েছেন নেপালের ক্রিকেটার। পাটান হাইকোর্ট ১২ জানুয়ারি তাঁকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। লামিছানের আবেদনের ভিত্তিতে ধ্রুব রাজ নন্দ ও রমেশ দাহালের যুগ্ম বেঞ্চ নির্দেশ দেয়, শর্তসাপেক্ষে ব্যক্তিগত বন্ডে জামিন দিতে হবে লামিছানেকে। বন্ডের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা।              

তার আগে ৪ নভেম্বর কাঠমাণ্ডুর জেলা আদালত রায় দেয়, সান্ধারার কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠাতে হবে লামিছানেকে। সেই রায়ের বিরুদ্ধে হরাইকোর্টে আবেদন করেছিলেন লামিছানে।

গত ২১ অগাস্ট ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয় লামিছানের বিরুদ্ধে। নেপালের দণ্ডবিধির ২১৯ ও ক্রিমিনাল কোডের ২০৭৪ ধারা অনুযায়ী শুরু হয় মামলা। গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে ৬ সেপ্টেম্বর ২২ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা।

সেই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ত্রিনিদাদ ও টোব্যাগোতে ছিলেন লামিছানে। ৬ অক্টোবর ত্রিভুবন বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেফতার করে নেপালের পুলিশ।

চার্জশিটে জেলা অ্যাটর্নি নির্যাতিতাকে শারীরিক ও মানসিক ক্ষতির জন্য লামিছানের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। চার্জশিট দাখিল হওয়ার পরই লামিছানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়।              

আরও পড়ুন: মনোজকে অধিনায়ক করেই রঞ্জি অভিযানে নামছে বাংলা, কারা সুযোগ পেলেন প্রথম দুই ম্যাচে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে