Adhir Chowdhury: তৃণমূলের সঙ্গে জোট হল কি না হল তাতে কিছু যায় আসে না: অধীর

বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে বাম – কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও জোট নিয়ে সাবধানী মন্তব্য করতে শোনা গেল অধীর চৌধুরীকে। নিজে কোনও মন্তব্য না করে বুঝিয়ে দিলেন এব্যাপারে হাইকম্যান্ডের সিদ্ধান্তই মাথা পেতে নেবেন তিনি।

রাজ্যে কংগ্রেস – তৃণমূল জোট নিয়ে ডালু মিয়ার মন্তব্য নিয়ে গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতকে পথ দেখাতে পারে। অন্য কোনও দল নয়’।

মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীরবাবু বলেন, ‘আগের বার ভোটেও বিজেপি আরমমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতেছি। একবার নয়, বারবার ওদের হারিয়ে এসেছি। এসবে আমার কিছু ফারাক হয় না। কিন্তু, যখন জোটের কথা হয় তখন জোটের যে ধর্ম সেটা কেউ পালন করুন বা না করুক, সেটা নিজের নিজের ব্যাপার। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। দলের হাইকম্যান্ড জোট নিয়ে যা বলার বলবেন। আমি কোনও টিপ্পনির জবাব দেব না, দলের হাইকম্যান্ড জবাব দেবে।’

রাজনৈতিক মহলের মতে কংগ্রেস হাইকম্যান্ডের সিদ্ধান্তেই লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতার দায়িত্ব পেয়েছেন শুভেন্দু। তাই হাইকম্যান্ডের নির্দেশ মানার দায় রয়েছে তাঁর ওপর। তাছাড়া তৃণমূলের সঙ্গে জোট না হলে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে বহরমপুর আসন বার করা মুশকিল অধীরের পক্ষে। তাই মুখে তৃণমূলের বিরুদ্ধে ফোঁস ফোঁস করলেও মনে মনে জোট চান তিনি।