Hafiz Saeed: মুম্বই হামলার ১ নম্বর জঙ্গি হাফিজ সইদের ছেলে পাকিস্তান ভোটে প্রার্থী, লস্করের নম্বর ২

২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হল হাফিজ সইদ। আর সেই হাফিজের ছেলে হাফিজ তালহা সইদ পাকিস্তানের ভোটে দাঁড়াচ্ছেন বলে খবর। সে আবার লস্কর ই তইবার নেতা। সেই হাফিজ এবার প্রার্থী পাকিস্তানের ভোটে। একাধিক সংবাদমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোট। তার আগে চলছে প্রস্তুতি। তবে যে জঙ্গি নেতা ভারতে হামলার মূল চক্রী ছিল সেই হাফিজের ছেলে এবার দাঁড়াচ্ছেন পাকিস্তানের ভোটে।

এবার হাফিজ তালহা সইদের সম্পর্কে পাঁচটি পয়েন্ট জেনে নিন।

লস্কর ই তইবার নম্বর ২ হিসাবে পরিচিত হাফিজ তালহা সইদ। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছিল। আর সেই জঙ্গি এবার পাকিস্তান ভোটের প্রার্থী। খবর এনডিটিভি ওয়ার্ল্ড সূত্রে।

রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত যে জঙ্গি রয়েছে তার মধ্য়ে অন্য়তম হিসাবে এই তালহা সইদকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ভারত চেষ্টা চালিয়েছে। আমেরিকা এনিয়ে ভারতকে সমর্থনও করেছে। কিন্তু চিন বার বার ব্লক করে দিয়েছে বলে খবর।

হাফিজ তালহা সইদকে ২০১৯সালে খুন করার ছক কষা হয়েছিল। কিন্তু সেটা ব্যর্থ হয়। সেই সময় এক লস্কর সমর্থক মারা যায়। সেই সময় একটি ফ্রিজের স্টোরে ধর্মীয় জমায়েতে বক্তব্য রাখার সময় বিস্ফোরণ হয়েছিল।

লাহোরের এনএ-১২২ সংসদ থেকে মনোনয়ন জমা দিয়েছে তালহা। এই আসন যিনি ভোটে লড়তে পারেন বলে খবর, তিনি হলেন ইমরান খান। তবে বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন।

এদিকে হাফিজ সইদ বর্তমানে জেলে রয়েছে বলে খবর। ২০১৮ সালে সে আল্লা ও আকবর তেহরিক পার্টির তরফে ২৬৫ আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু একটাতেও জয় হাসিল করতে পারেনি। এবার আবার পাকিস্তানি মার্কাজি মুসলিম লিগ বলে অপর একটা পার্টির নাম করে ভোট যুদ্ধে কলকাঠি নাড়তে শুরু করেছে।

এমনকী ছেলেও প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে সূত্রের খবর, এই হাফিজ সইদকে প্রত্যর্পণের জন্য় এর আগে পাকিস্তানকে বার্তা দিয়েছিল ভারত। তবে সে এখন জেল থেকে বসে ভোটের কলকাঠি নাড়ছে বলে খবর।