Bengal Ranji Team: Manoj Tiwary To Lead Bengal In Ranji Trophy, 18 Member Squad Announced

কলকাতা: আসন্ন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলাকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারিই (Manoj Tiwary)। এবিপি লাইভ বাংলা আগেই যে খবর লিখেছিল।  জানিয়েছিল, কেরিয়ারের শেষ রঞ্জি অভিযানে অধিনায়ক হিসাবেই নামবেন মনোজ তিওয়ারি। সেই খবরে শুক্রবার অনুমোদন দিল সিএবি। ঘোষণা করে দিল, মনোজের নেতৃত্বেই নামবে বাংলা।

রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম দুই ম্যাচই অ্যাওয়ে ম্যাচ। ৫ জানুয়ারি বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে বাংলা। তারপর বাংলা খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে। সেটিও অ্যাওয়ে ম্যাচ।

শুক্রবার প্রথম দুই ম্যাচের জন্য বেছে নেওয়া হল বাংলা দল। ১৮ সদস্যের দল বেছে নিয়েছে সিএবি। মনোজ তিওয়ারির নেতৃত্বে বাংলা দলে অভিজ্ঞতা ও তারুণ্যেরক মিশ্রণ রয়েছে। একদিকে যেমন আছেন অনুষ্টুপ মজুমদারের মতো সিনিয়র, তেমনই রয়েছেন সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েলরা। দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াংশ ঘোষ ও সৌরভ পাল। অভিষেক পোড়েলের পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার হিসাবে সুযোগ পেয়েছেন সৌরভ।

চোটের জন্য শাহবাজ আমেদকে প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না। সেই ইঙ্গিতও আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা। বিজয় হাজারে ট্রফিতে বাংলার শেষ ম্যাচেও হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শাহবাজ। গত কয়েক মরশুম ধরেই চাপের মুখে পারফর্ম করছেন। তবে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের আগে শাহবাজকে নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন শাহবাজ। তাঁর চোট পরীক্ষা করে জানা গিয়েছে, সেরে উঠতে সময় লাগবে।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে রয়েছেন মুকেশ কুমার। তাঁর পরিবর্ত খুঁজতে হয়েছে নির্বাচকদের। খুঁজতে হয়েছে অভিমন্যুর পরিবর্তও। ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন ডানহাতি ওপেনার অভিমন্যু ঈশ্বর। তাঁর বিকল্প ওপেনার হিসাবে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের সৌরভ পাল । ওপেনার হিসাবে দলে সুযোগ পেয়েছেন ক্লাব ক্রিকেটে কালীঘাটের হয়ে খেলা শ্রেয়াংশ ঘোষও।                               

নির্বাচিত ১৮ সদস্যের বাংলা দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সৌরভ পাল (উইকেটকিপার), শ্রেয়াংশ ঘোষ, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, কর্ণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সূরজ সিন্ধু জয়সওয়াল ও সুমন দাস।