Leave Travel Concession: LTC নিয়ে খুশির খবর দিল মোদী সরকার, সুদ বাবদও অতিরিক্ত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মীরা

লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি। সরকারি কর্মীদের অনেকেই এই এলটিসির দিকে তাকিয়ে থাকেন । মানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভরসা হল এই এলটিসি। গোয়া থেকে আন্দামান এলটিসি নিয়ে ঘুরে আসেন কেন্দ্রীয় সরকারি কর্মী।

তবে এবার এলটিসি নিয়ে নিয়মে বড় বদল আনছে কেন্দ্রের মোদী সরকার। তবে লোকসভা ভোটের আগে এই বদলটা বহু কেন্দ্রীয় কর্মচারীর মনে খুশির জোয়ার আনবে। সেই নয়া নির্দেশে বলা হয়েছে, বিভাগগুলির আর্থিক উপদেষ্টার সম্মতিতে বা অধীনস্থ বা সংযুক্ত অফিসগুলির বিভাগীয় প্রধান সম্মতি দিলেই অনুমোদন ছাড়াই কর্মীরা এবার থেকে এলটিসির টাকা পেয়ে যাবেন।

এলটিসির ক্ষেত্রে একাধিক কর্মী বান্ধব শর্ত আরোপ করা হচ্ছে। এতে আখেরে লাভ হবে সংশ্লিষ্ট কর্মীদেরই। যে সমস্ত কর্মী ৬ মাস পর্যন্ত কোনও অগ্রিম নেননি তারা এই সুবিধা পাবেন। আবার কোনও কর্মী যদি তিন মাস পর্যন্ত অগ্রিম নিয়ে থাকেন ও এককালীন হিসাবে পুরো টাকা পেতে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অগ্রিমের টাকা তিন মাসের মধ্যে ফিরিয়ে দেন তাহলে পুরো টাকা হাতে পাওয়ার দিন পর্যন্ত তিনি সুদও পাবেন। এর জেরে লাভ হবে কর্মীদেরই।

মোটের উপর এলটিসির টাকা পেতে দেরি হচ্ছে সেই সংক্রান্ত অভিযোগ এবার অনেকটাই কমবে। এতদিন পর্যন্ত এলটিসির টাকার অনুমোদন দিত DoPT। সেক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরি হয়ে যেত। কর্মীরা নিজে থেকে খরচ করার পরে সেই টাকা পেতে দেরি হওয়ার জেরে সমস্যায় পড়তেন কর্মীরা। তবে এবার সেই সমস্যা কিছুটা হলেও মিটবে। এবার থেকে বিভাগগুলির আর্থিক উপদেষ্টার সম্মতিতে বা অধীনস্থ বা সংযুক্ত অফিসগুলির বিভাগীয় প্রধান সম্মতি দিলেই অনুমোদন ছাড়াই কর্মীরা এবার থেকে এলটিসির টাকা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। যদি বিভাগীয় প্রধানের মর্যাদা যুগ্ম সচিবের থেকে নীচে হয় তবে এই সুবিধা ঠিকঠাক নাও পেতে পারেন কর্মীরা।

এদিকে সামনেই লোকসভা ভোট। তার আগে কর্মীদের পাশে দাঁড়াতে নানা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। এমনকী কেন্দ্রীয় সরকারি কর্মীদের আয়কর ছাড়ের ঘোষণাও হতে পারে বলে খবর।