Royal Bengal Tiger: নেওড়ার জঙ্গলে ১১ হাজার ফুট উচ্চতায় দেখা গেল বাঘ, বক্সায় পায়ের ছাপ, উত্তরের শীতে মামার আগমন

নেওড়াভ্য়ালির জঙ্গলে আবার বাঘের দেখা। সূত্রের খবর, প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় দেখা গিয়েছে একটি পূর্ণবয়স্ক বাঘ। বাঘের ছবি ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। তবে এবারই প্রথম নয়। এর আগেও নেওড়ার জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগারের দেখা মিলেছিল। কখনও পর্যটকদের ক্যামেরায় কখনও আবার গাড়ি চালকদের মোবাইলে ফোনে বন্দি হয়েছে সেই বাঘের অবয়ব। ২০১৭ সালে আলগাড়ার কাছে এক গাড়ি চালক বাঘের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন বলে দাবি করা হয়। তারপরই এনিয়ে হইচই পড়ে গিয়েছিল। এবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি।

সূত্রের খবর, গত দু-তিন মাস ধরেই নেওড়ার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় সাতবার বাঘের ছবি ধরা পড়েছে। এই ছবিগুলি বিশ্লেষন করে দেখছেন বিশেষজ্ঞরা। 

এদিকে সম্প্রতি সিকিমের পাংগোলাখার জঙ্গলে একটা বাঘ দেখা গিয়েছিল। সেই জায়গার উচ্চতা প্রায় ১২ হাজার ফুট। এবার নেওড়ার জঙ্গলের প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় দেখা মিলল বাঘের। একদিকে প্রচন্ড ঠান্ডা। তুষারপাতও হয় এই সব জায়গায়। এমনটাই মনে করা হয়। আর সেখানেই ঘুরছে ডোরাকাটা। 

তবে বিশেষজ্ঞদের ধারণা সিকিমের জঙ্গলের সঙ্গে নেওড়ার জঙ্গলের যোগ রয়েছে। সেক্ষেত্রে একাধিক বাঘ সেই এলাকায় রয়েছে বলে মনে করা হচ্ছে। গত দুমাসে অন্তত সাতবার নেওড়ার জঙ্গলে বাঘের দেখা মিলেছে বলে খবর।

তবে বনদফতরের আধিকারিকরা এই ঘটনায় অত্যন্ত খুশি। ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভোরে পেডংয়ের রাস্তায় আনমোল নামে ওই গাড়ি চালক বাঘের ছবি মোবাইল ক্যামেরায় তোলেন। এরপর ২৩ জানুয়ারি, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ সালের ৫ জানুয়ারি ও ২০২০ সালের ১৩ জানুয়ারি বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। 

তবে শুধু নেওড়ার জঙ্গলেই নয়, বক্সায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে খবর। গত ২১ শে ডিসেম্বর প্রথম বাঘের পায়ের ছাপ দেখা যায় এই মরশুমে। এরপর সেই বাঘের পায়ের ছাপ পরীক্ষা করা হয়। তবে একটি নয়, একাধিক বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে বলে জানা গিয়েছে। এর আগে ২০২১ সালে বক্সায় বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। তবে বিশেষজ্ঞদের দাবি এবার যে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেটা পুরুষ বাঘ হতে পারে। তবে ট্র্যাপ ক্যামেরায় বাঘের কোনও ছবি ধরা পড়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভুটান পাহাড় থেকে সম্ভবত বাঘটি বক্সায় নেমে এসেছিল। তবে সেটি যাতে নিরাপদে থাকে সেটাও নিশ্চিত করার চেষ্টা করছে বনদফতর।