Small Savings Schemes: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ছে সুদের হার, নতুন বছরে বড় পদক্ষেপ নেবে সরকার

কেন্দ্রীয় সরকার অন্তত দুটি স্মল সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়ে দিল। জানুয়ারি-মার্চ ২০২৪ এর ১০-২০ বেসিস পয়েন্টে এই সুদের হার বৃদ্ধি পেয়েছে। খবর মানি কন্ট্রোল সূত্রে।

২৯ ডিসেম্বর অর্থমন্ত্রকের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে তিন বছরের মেয়াদে যে সেভিংস করা হচ্ছে তার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হচ্ছে। ৭.০ শতাংশ থেকে বৃদ্ধি করে এটা ৭.১ শতাংশ করা হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হচ্ছে। জানুয়ারি-মার্চ ২০২৪ এই সময়কালের মধ্য়ে ৮.২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

তবে অন্য়ান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে সুদের হার রয়েছে সেটাই থাকবে। মানি কন্ট্রোলের রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে।

এদিকে বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার ঠিক হয়। ০-১০০ বেসিস পয়েন্টের উপর ভিত্তি করে এটা ঠিক করা হয়। বাজার চাঙা থাকলে সরকারি সুরক্ষাও বৃদ্ধি পায়, সেই সঙ্গেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও সুদের হার বাড়তে থাকে। এদিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি পেলে আখেরে সুবিধা পাবেন অনেকেই।