ইউজার নেম দিয়ে ব্যবহারকারীকে খুঁজবে হোয়াটসঅ্যাপ ওয়েব

নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়টসঅ্যাপ ওয়েবে প্রাইভেসির চর্চা আরও শক্তিশালী হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের মাঝে যুক্ত হওয়ার জন্য নম্বর আদান প্রদানের আর দরকার হবে না। কেননা নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর ইউজার নেম দিয়ে খুঁজে বের করা যাবে যে কোনও ব্যবহারকারীকে। ইতোপূর্বে অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি নিয়ে কাজ করা হয়েছিল। এখন ওয়েবের জন্য ফিচারটি আনার পরিকল্পনা চলছে।

ডাব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপ তার ওয়েব সংস্করণের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারী একে অপরকে ইউজার নেম দিয়ে খুঁজে বের করতে পারবে। বর্তমানে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর ব্যবহার করতে হয়। এর মাধ্যমে যারা প্রাইভেসি রক্ষার্থে তাদের নম্বর শেয়ার করতে চান না তারা তাদের ব্যক্তিগত নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন।

রিপোর্টে শেয়ার করা একটি স্ক্রিন শটে দেখা যায়, ব্যবহারকারীরা কাউকে যুক্ত করার ক্ষেত্রে তাদের নাম, ফোন নম্বর অথবা ইউজার নেম দিয়ে সার্চ অপশন থেকে খুঁজে যুক্ত করতে পারছে। রিপোর্ট আরও জানানো হয়, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা চাইলে যেকোনও সময় তাদের ইউজার নেম পরিবর্তনও করতে পারবে।