IND vs SA: ঐচ্ছ্বিক অনুশীলন সারলেন গিলরা, আগামীকাল কেপটাউন পাড়ি দেবে রোহিত ব্রিগেড

<p style="text-align: justify;"><strong>কেপটাউন:</strong> প্রথম টেস্টেই হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টে তাই জয় ছাড়া সিরিজ বাঁচানোর আর কোনও রাস্তা নেই ভারতের সামনে। আগামী বুধবার থেকে কেপটাউনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টে,স্ট তিনদিনের মাথায় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে শনিবার ঐচ্ছ্বিক অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল। আগামীকাল কেপটাউনের উদ্দেশে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল।</p>
<p style="text-align: justify;">ভারতীয় এ দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু। রুতুরাজ গায়কোয়াড ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছিলেন রিঙ্কু। রিজার্ভ প্লেয়ারদের মধ্যে জাডেজা পুরো ফিট ছিলেন না। উইকেট কিপার ব্যাটার কে এস ভরত শুধু ফিট ছিলেন। মুকেশ কুমার ছাড়া তাই রিঙ্কুকে দলের সঙ্গে রাখা হয়েছিল।&nbsp;</p>