A Piece of Heaven: এই বাংলাতেই আছে একটুকরো স্বর্গ, কোথায় জানেন? ছবি দেখালেন আইএফএস

স্বর্গ ঠিক কেমন দেখতে , আদৌ তার অস্তিত্ব আছে কি না সেটা নিয়ে তর্কের অন্ত নেই। তবুও সেই স্বর্গ নাকি অতীব সুন্দর। অনেকের তেমনই ধারণা। আর কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কিন্তু এই বাংলাতেও তেমনই জায়গা রয়েছে। সেই ছবিই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আইএফএস পরভীন কাসোয়ান। সেই ছবির উপরে তিনি ক্যাপশন দিয়েছেন, এ পিস অফ হেভেন। একটুকরো স্বর্গ। বাংলায় কোথায় এই স্বর্গ আছে জানেন?

এই ছবি আসলে বক্সার। আলিপুরদুয়ারের বক্সার ছবি পোস্ট করেছেন আইএফএস।

এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। এই ছবি মন ভরিয়ে দিয়েছে অনেকের। অপূর্ব সেই ছবি। দেখলে চোখ ফেরানো যায় না। জঙ্গলের বুক চিরেপরভী পাহাড়ি ঝোরা বয়ে যাচ্ছে। তির তির করে জল বইছে। চারদিক অদ্ভূত শান্তি। অপূর্ব তার রূপ। আর সেই ঝোরার জল পার হচ্ছে একটা ছোট হাতি। একেবারে নৈসর্গিক দৃশ্য। দূরে পাহাড়ের হালকা চূড়াগুলি দেখা যাচ্ছে। মেঘে রক্তিম ছোঁয়া। এই ছবি যেন অন্য জগতে নিয়ে যায় আমাদের।

 

এই ছবির প্রশংসা করছে নেটপাড়া। একজন লিখেছেন এখানে মনে হয় বাঘও ঘুরে বেড়ায়। এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকররা।

আসলে শুধু বক্সা নয়, বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এমনই নানা অপরূপ ছবি। সেই ছবি মন ভালো করে দেয়। সেই ছবি নতুন করে বাঁচার প্রেরণা জাগায়। নাগরিক কোলাহল থেকে দূরে সেই ছবিতে প্রকৃতি তার অপরূপ রূপের ডালি সাজিয়ে রেখেছে। সেই ছবিকেই স্বর্গের সঙ্গে তুলনা করলেন বনাধিকারিক।