Panihati Molestation: TMC কাউন্সিলরের চ্যালাকে গ্রেফতার করার দম জোগাড় করতে ৭ দিন লাগল পুলিশের

মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির ঘটনায় এক কাউন্সিলর অনুগামীকে গ্রেফতার করার দম জোগাড় করতে ৭ দিন সময় লাগল খড়দা থানার পুলিশের। ঘটনায় পুলিশের ভূমিকায় সরব হয়েছেন স্থানীয়রা। এমনকী ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন আক্রান্ত মহিলা পুলিশকর্মী।

গত ২৩ ডিসেম্বর রাতে পানিহাটি উৎসব প্রাঙ্গনে এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। রাত ১০টা নাগাদ মত্ত অবস্থায় কাউন্সিলর অনুগামী বেশ কয়েকজন যুবক মহিলা পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করেন। তাঁকে উৎসব প্রাঙ্গন থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। মহিলা পুলিশকর্মী প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

সেই ঘটনার ৭ দিন পর কাউন্সিলর স্বপন কুন্ডুর অনুগামী এক যুবককে গ্রেফতার করার দম জোগাড় করতে পারল খড়দা থানার পুলিশ। ধৃতের নাম দীপ মজুমদার। কিন্তু তাঁকে গ্রেফতার করতে পুলিশের ৭ দিন সময় লাগল কেন তা অবশ্য জানা যায়নি।

এই ঘটনায় FIRএর কপি প্রকাশ করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সোচ্চার হন। পালটা স্থানীয় তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘খড়দা থানার পুলিশকর্মীদের একাংশ বিজেপির সঙ্গে যুক্ত। না হলে কী ভাবে রাজ্য বিজেপি সভাপতি অভিযোগের চিঠি হাতে পেলেন? ’