Brazil Pays Tribute To Pele On His Death Anniversary By Painting Rio Di Janeiro In Pele’s Jersey

ব্রাজিলিয়া: গত বছর ২৯ ডিসেম্বর পৃথিবীকে বিদায় জানান মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলে (Pele)। তাঁর মৃত্যুবার্ষিকীতে কিংবদন্তিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল ব্রাজিল (Brazil) সরকার। ২৯ ডিসেম্বর বিখ্যাত ক্রাইস্ট রিডিমারকে পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিতে রাঙানো হল।

বিশ্বের সাতটি আশ্চর্যের অন্যতম হল রিও দে জেনেইরোর ক্রাইস্ট রিডিমার। পেলেকে সম্মান জানাতে সেই ঐতিহাসিক মূর্তিকেই পেলের ১০ নম্বর ব্রাজিল জার্সিতে রাঙানো হয়। শুধু তাই নয়, এর মধ্য়ে পেলের খেলোয়াড় সত্ত্বাকে কুর্নিশ জানিয়ে পোপ ফ্রান্সিসের লেখা এক বিশেষ বার্তাও ছিল। পেলের মৃত্যুবার্ষিকীতে অবশ্য গোটা ব্রাজিল জুড়েই তিন বারের বিশ্বচ্যাম্পিয়নকে সম্মান জানানো হয়।

 

স্যান্টোসে পেলের জন্মস্থানে তাঁকে শ্রদ্ধার্ঘ জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পেলের প্রথম ক্লাব স্যান্টোসের তরফেও তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়। স্যান্টোস ক্লাবের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে মাঠের মাঝখান থেকে পেলের উদ্দেশে ১০টি বেলুন আকাশে উড়ানো হয়। পেলে দীর্ঘদিন লড়াই করার পর ৮২ বছর বয়সে পরলোক গমন করেন। নিজের ১৩৬৩টি ম্যাচে পেলে ১২৮৯টি গোল করেছেন। যদিও এই গোলসংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ ফিফার তরফে সরকারিভাবে এই পরিসংখ্যানকে নথিভুক্ত করা হয়নি, যে কারণেই এত বিতর্ক। 

প্রসঙ্গত, ব্রাজিল ফুটবল দল সম্প্রতি বিরাট টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বকাপ জয়ের নিরিখে বিশ্বের সফলতম জাতীয় ফুটবল দল ব্রাজিল (Brazil Football Team)। সেই দলই এবার নির্বাসনের মুখে পড়তে পারে। রবিবার, ব্রাজিলিয়ান জাতীয় ফুটবল দল এবং দেশের সমস্ত ক্লাবগুলির উদ্দেশে কড়া বার্তা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। ঘটনাটা ঠিক কী?

রিও দে জেনেইরোর এক কোর্ট ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার প্রধান এডনাল্ডো রডরিগেজ এবং কার কমিটির সকল সদস্যকে অপসারিত করার কথা ঘোষণা করে। সভাপতি নির্বাচনে দুর্নীতির জেরে ৭ ডিসেম্বর কোর্টের তরফে এই রায় দেওয়া হয়। গত সপ্তাহে ব্রাজিলের দুই সর্বোচ্চ আদালতও এই সিদ্ধান্ত বহাল রাখে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে হোসে পার্দিসের তত্ত্বাবধানে পুনরায় নির্বাচন এবং বোর্ড গঠনেরও নির্দেশ দেয়। 

কিন্তু ফিফা কখনই তাঁদের অন্তর্গত ফেডারেশনের কোনও কাজেই কোনও দেশের সরকার বা অন্য কারুর হস্তক্ষেপ সমর্থন করে না। ফিফার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাঁরা ফুটবল ফেডারেশনে দেশের কোর্টের এই হস্তক্ষেপ করাকে একেবারেই ভাল নজরে দেখছে না। যদি কোর্টের নির্দেশ অনুসারে জানুয়ারি মাসে নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে তাঁরা নির্বাসিতও করতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: পাকিস্তানে যাও, অনুরাগীকে পড়শি দেশে যাওয়ার পরামর্শ ধোনির