Hoogly: দিনে দুপুরে চোখে লঙ্কার গুঁড়ে ছিটিয়ে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্ক থেকে নগদ তুলে বাড়ির পথ ধরেছিলেন চাষি। হঠাৎ জ্বলে উঠল চোখ দু’টো। কিছু বুঝে ওঠার আগেই টাকা নিয়ে পালল দুষ্কৃতীরা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়। আহত চাষি সাহাবুদ্দিনের চিকিৎসা চলছে হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাণ্ডুয়ার কালনা মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন দেপাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন আলি। সেই সময় পান্ডুয়ার জামগ্রামের একটি নির্জন এলাকায় শাহাবুদ্দিনের পথ আটকে দাঁড়ায় দুই বাইক আরোহী । কিছু বুঝে ওঠার আগেই শাহাবুদ্দিনের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় বাইকে থাকা দুই দুষ্কৃতী। এর পর টাকার ব্যাগ নিয়ে পালায় তারা। চোখ বুঁজে রাস্তার পাশে ছটফট করতে থাকেন শাহাবুদ্দিন। তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তার চিকিৎসা চলছে । ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

শাহাবুদ্দিনের অভিযোগ, ব্যাগ থেকে নগদ 42 হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শ্রমিকদের পেমেন্ট দেবার জন্য টাকা তুলেছিলাম। দুষ্কৃতীদের চিনতে পারেনি। হেলমেট পরা অবস্থায় ছিল দুজনে।

পথচারী মহম্মদ সাহিল জানান, বাইক নিয়ে পাণ্ডুয়ার আসছিলাম। তখন দেখি চোখ বোজা অবস্থায় বসে রয়েছে এক ব্যক্তি। কি হয়েছে জিজ্ঞেস করতি বললো চোখে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দিয়েছে পাশে পড়েছিল তার কালো রংয়ের একটি ব্যাগ। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে আসি এবং পুলিশকে জানাই।

পুলিশ জানিয়েছে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একটা ছিনতাই এর ঘটনা ঘটেছে। বাইকে দুজন ছিল, এলাকার সিসিটিভি ফুটে খতিয়ে দেখে তদন্ত চলছে। দ্রুত ধরা পড়বে দুষ্কৃতীরা।