উত্তরপ্রদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস, আসন ছাড়ছে সমাজবাদী পার্টি

এবার উত্তরপ্রদেশ থেকে লোকসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই আসনে কে প্রার্থী হবেন?‌ সেটা এখনও জানায়নি তৃণমূল কংগ্রেস। এই আসন ছাড়ার বিষয়ে সমাজবাদী পার্টির সহ–সভাপতি কিরণময় নন্দ বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চান। আমরা তৃণমূলকে একটি আসন দেব। বিষয়টি আমাদের বৈঠকে চূড়ান্ত হয়েছে। আগে নয়াদিল্লিতে আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতার এই নিয়ে কথা হয়। আমার সঙ্গেও তৃণমূল সুপ্রিমোর আলোচনা হয়েছে।’‌

এদিকে উত্তরপ্রদেশ থেকে একটি আসনে জয় আনতে পারলে সেটা হবে তৃণমূল কংগ্রেসের কাছে মাস্টারস্ট্রোক। এই আসনে জিততে সাহায্য করবে সমাজবাদী পার্টি। আর তৃণমূল কংগ্রেস সেখানে টিম নামাবে। এসপি সূত্রে খবর, কংগ্রেসের প্রাক্তন নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। কমলাপতি যে আসন থেকে লড়তেন সেই চাঁদোলি কেন্দ্র থেকে লড়তে চাইছে ত্রিপাঠী পরিবার। এটা বারাণসীর খুব কাছেই। বারাণসী যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কথা হয়েছিল রাজেশ ত্রিপাঠীর সঙ্গে। রাজেশের বাবা কমলাপতির পুত্র ললিতেশকে বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে এসপি কী পাবে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই এই আসনটি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে। কোনও প্রত্যাশা না রেখেই বলে সূত্রের খবর। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন এক সংবাদমাধ্যমে বলেন, ‘‌তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের সংগ্রাম এবং মানুষের পাশে থাকার ইতিহাসকে শ্রদ্ধা করেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের মতো নেতারা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমরা দিল্লিতে বাড়তি সম্মান পাই।’‌ কিরণময় নন্দের কথায়, ‘‌আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেশকে সম্পূর্ণ সমর্থন করব, যাতে তিনি জিততে পারেন।’‌

আরও পড়ুন:‌ জোকা–তারাতলা মেট্রো‌ নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের, থমকে যাওয়ার কারণ কী?‌

এছাড়া অন্যান্য রাজ্যেও একটি বা দুটি আসনে তৃণমূল কংগ্রেস সেখানের শক্তিশালী দলের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাতে সাংসদ সংখ্যা বাড়বে। কিন্তু একক লড়াই করতে গেলে সেটা সম্ভব নয়। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোন পথে হাঁটবে সমাজবাদী পার্টি?‌ এই বিষয়ে কিরণময় নন্দের বক্তব্য, ‘‌খুব শীঘ্রই কংগ্রেস নেতৃত্বের কাছে জানতে চাওয়া হবে তাঁরা ক’টা আসন চাইছেন। আমরা বেশিদিন অপেক্ষা করতে পারব না। কারণ এখানে বিজেপি মাঠে নেমে পড়েছে। উত্তরপ্রদেশে গত বিধানসভা নির্বাচনে ৪০০টি আসনে কংগ্রেস লড়ে মাত্র দুটি পেয়েছিল। বহু আসনে জমানত বাজেয়াপ্ত হয়। অমেথি এবং রায়বরেলিতে কংগ্রেসের তুলনায় সমাজবাদী পার্টির শক্তি অনেক বেশি। তারপরও ঐতিহ্য মেনে এই দু’টি আসন সোনিয়া এবং রাহুল গান্ধীকে ছেড়ে দেয় এসপি।’‌