IND Vs SA 2nd Test: Shardul Thakur Hit By Ball During Net Session On His Left Shoulder

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ (IND vs SA 2nd Testr) জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।

শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।

হাতে চোট লাগার পরেও শার্দুল ব্যাটিং চালিয়ে যান বলেই জানানো হয়েছে। গোটা বিষয়টি সেঞ্চুরিয়নেই ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন ঘটে। শার্দুল টিম ম্যানেজমেন্টের একজনের থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করার সময়ই তাঁর কাঁধে লাগে। 

কেপ টাউনে তিন দিনেই প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায়, দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে শনিবার ঐচ্ছ্বিক অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফে। রবিবারই পরবর্তী টেস্টের ভেন্যু, কেপ টাউনের উদ্দেশে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতীয় ‘এ’ দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু। রুতুরাজ গায়কোয়াড ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছিলেন রিঙ্কু। রিজার্ভ প্লেয়ারদের মধ্যে জাডেজা পুরো ফিট ছিলেন না। উইকেট কিপার ব্যাটার কে এস ভরত শুধু ফিট ছিলেন। মুকেশ কুমার ছাড়া তাই রিঙ্কুকে দলের সঙ্গে রাখা হয়েছিল।

শুক্রবার পর্যন্ত ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের ম্যাচ খেলছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি সিনিয়র দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আবেশ খানও দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। জাডেজাও ক্রমে ফিট হয়ে উঠেছেন। কেপটাউন টেস্টের আগেই তিনজন দলের সঙ্গে যোগ দেবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: নেটে রোহিতের কড়া নজরদারিতে মুকেশ, কেপটাউনে কি একাদশে জায়গা মিলবে?