Rohit Sharma Focuses On Mukesh Kumar During Net Session Get To Know

সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়নে টেস্টে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna)। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই পেসার। ২০ ওভার বলে করে মাত্র ২টো ওভার মেডেন দিয়েছিলেন প্রসিদ্ধ। ১ উইকেট ঝুলিতে পুরলেও ৯৩ রান খরচ করেছেন তিনি। ইকনমি রেট সাড়ে চারের বেশি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধর পরিবর্তে বাংলার মুকেশ কুমারকে খেলানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। 

প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের হারতে হয়েছিল ভারতকে। সবচেয়ে বড় কথা মাত্র তিনদিনেই খেলা শেষ হয়েছে। এরপর থেকেই টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টের দল গোছানোর ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আর তাই শনিবারের ঐচ্ছিক অনুশীলনে মুকেশকে নিয়ে বাড়তি তৎপরতা দেখা গেল রোহিত ব্রিগেডের মধ্যে। প্রথম টেস্টে রাবাডার বলে দুবারই আউট হতে হয়েছে রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক তাই আলাদা করে মুকেশ কুমারের বলে প্রায় ৪৫ মিনিট ধরে নাগাড়ে নেটে ব্যাটিং অনুশীলন সারলেন। অন্য নেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বোলিং করছিলেন ফিট হয়ে ওঠা রবীন্দ্র জাডেজা। 

উল্লেখ্য, মুকেশ চলতি বছর ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মুকেশের। সেই ১টি মাত্র ম্যাচই খেলেছেন বাংলার পেসার। ২ উইকেট ঝুলিতে পুরেছেন। কেপটাউনে প্রসিদ্ধর বদলে দেখা যেতেই পারে এই ডানহাতি পেসারকে। 

এদিকে, প্রথম টেস্টে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং বিভাগ বিপাকে ফেলেছিল। সেই বোলিং বিভাগের অংশ ছিলেন জেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। তিনিই চোটের জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। প্রথম টেস্ট চলাকালীন শ্রোণীর প্রদাহ রোগে ভুগছিলেন কোয়েৎজা। তিনি ম্যাচে সেই নিয়েই বল করে চলায় কষ্ট আরও বাড়ে। এর জেরেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল। তরুণ ফাস্ট বোলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।

সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া কোচ সুখরি কনরাড। কোয়েৎজার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা প্রোটিয়া ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কোয়েৎজাকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। উল্লেখ্য়, কেপটাউন টেস্টে যদি ভারত ড্র করে তবেও সিরিজে হারতে হবে তাঁদের। তাই সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা নেই রোহিতদের।