School Teacher Transfer: নতুন বছরেও উৎসশ্রী পোর্টালে শিক্ষক বদলি স্থগিত, জেনে নিন কোন মাস পর্যন্ত বন্ধ

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির নিয়ম রয়েছে। আবার স্কুল শিক্ষকদের বদলি সংক্রান্ত ক্ষেত্রে নানা সময় নানা অনিয়ম হয়েছে বলেও অভিযোগ। তবে নতুন বছরে জুন মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্য়মে শিক্ষকদের বদলি আপাতত স্থগিত থাকবে বলে খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অনলাইনে শিক্ষক বদলির প্রক্রিয়া স্থগিত থাকবে। 

এদিকে আগের বিজ্ঞপ্তি অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। স্কুল শিক্ষা দফতরের নির্দেশেই এই বদলি বন্ধ রাখা হয়েছিল। তবে এবার সেই সময় সীমা শেষ হওয়ার আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সেখানে আগের যে নির্দেশ তার মেয়াদ আরও কয়েকমাস বৃদ্ধি করে জুন মাস পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রে আগামী জুন মাস পর্যন্ত বদলি প্রক্রিয়া স্থগিত রাখার কথা বলা হয়েছে। 

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের তরফে এই বদলি স্থগিত রাখার জন্য় আবেদন করা হয়েছিল। সেই আবেদন মেনেই বদলি স্থগিত রাখার সময়সীমা আরও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এর জেরে যারা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া অংশ গ্রহণ করার ব্যাপারে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তাঁদের সেই স্বপ্নে কার্যত জল ঢেলে দিল স্কুল শিক্ষা দফতর। এমনটাই মনে করছেন অনেকে।

এদিকে নতুন বছরে ফের উৎসশ্রী পোর্টাল খুলতে পারে ও সেখানে আবেদন করা যেতে পারে বলে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাঁদের কাছে ফের হতাশার খবর। আগামী জুন মাস পর্যন্ত উৎসশ্রীতে শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে। 

মানে লোকসভা ভোটের আগে ও লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরেও বন্ধ থাকবে উৎসশ্রীর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তবে শিক্ষকদের একাংশের দাবি, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও মিউচুয়াল ট্রান্সফারের জন্য় আলাদা পোর্টাল খোলা দরকার। এতে প্রচুর শিক্ষক উপকৃত হবেন। কারণ অনেকেই বাড়ি থেকে দূরে শিক্ষকতা করেন। পছন্দের জেলায় আসার জন্য তাঁরা হাপিত্যেশ করে বসে রয়েছেন। সমস্যায় পড়বেন তাঁরা।