Su-30 MKI Fighter Jet: রাশিয়ায় তৈরি সুখোই যুদ্ধবিমানের আয়ু বৃদ্ধি করতে চাইছে ভারত, কত বছর জেনে নিন

সুখোই-৩০ এমকেআই ফাইটার জেট। প্রায় দুদশক আগে এই যুদ্ধবিমান এসেছিল ভারতে। তবে রাশিয়ায় তৈরি এই যুদ্ধ বিমানের আয়ু আরও ২০ বছর বাড়িয়ে দিতে চাইছে ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২৭২টি এসইউ ৩০ এমকেআই যুদ্ধ বিমান। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমান। তবে এই যুদ্ধবিমান আরও ১৫-২০ বছর ধরে রাখার কথা ভাবছে ভারতীয় বায়ুসেনা।

সংবাদ সংস্থা এএনআইকে প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমানের আয়ু আরও ২০ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তার থেকেও বেশি হতে পারে। ভারতীয় বায়ুসেনা এই বিমানের সব দিক অত্যন্ত ভালো করে পরীক্ষা করেছে। এই বিমানের আয়ু কতটা বৃদ্ধি করা যায় তার উপরই নির্ভর করছে।

আধিকারিকদের মতে, এই যুদ্ধবিমানের সার্ভিস লাইফ বৃদ্ধি পেলে অন্তত ২০৪৫-৫০ সাল পর্যন্ত এটা চলতে পারে। অন্যদিকে এই যুদ্ধবিমানের কর্মক্ষমতা বৃদ্ধির ব্যাপারে সবরকম চেষ্টা করা হচ্ছে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করেও এর কর্মক্ষমতা বৃদ্ধি করা হবে বীরুপাক্ষ নামে একটা বিশেষ রাডার এই বিমানের সঙ্গে সংযুক্ত হতে পারে বলে খবর।

এএনআই সূত্রে জানা গিয়েছে, সরকারি সূত্র বলছে, বীরুপাক্ষ রাডার সিস্টেমটা দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ভারতীয় বায়ুসেনার বিভিন্ন প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এটা করা হয়েছে।

এদিকে ভারতীয় বায়ুসেনা চেষ্টা করছে যতটা সম্ভব ভারতীয় প্রযুক্তির উপর নির্ভর করতে। সেই সঙ্গেই ভারতীয় ফার্ম থেকেই যতটা সম্ভব যন্ত্রাংশ কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

এই সুখোই-৩০ এমকেআই বিমানে নানা ধরনের অস্ত্র বয়ে নিয়ে যাওয়া সম্ভব। দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এই বিমানেই নিয়ে যাওয়া যায়। ব্রহ্মসও এতে বয়ে নিয়ে যাওয়া যায়।