Viral News: ২০২৩-এ ৯৯৪০ কন্ডোম অর্ডার দিল্লির এক বাসিন্দার! ব্লিনকিটের তথ্যে চক্ষু চড়কগাছ নেটপাড়ার

ব্লিনকিটের প্রতিষ্ঠাতা আলবিন্দার ধিন্দসা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছেন সেখানে তিনি তুলে ধরেছেন ২০২৩ সালের কোন প্রোডাক্টগুলোর চাহিদা সব থেকে বেশি। চলতি বছর একাধিক প্রোডাক্টের চাহিদা বেশি দেখা গিয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী। তবে আকর্ষণীয় ভাবে বেড়েছে কন্ডোমের বিক্রি এবং চাহিদা।

কনডমের বিক্রি ২০২৩-এ

২০২৩ সালে অনেক অদ্ভুত জিনিস বিক্রিবাট্টার মধ্যে অন্যতম অদ্ভুত জিনিস কিনেছেন দক্ষিণ দিল্লির এক বাসিন্দা। তিনি গোটা বছর ধরে ৯৯৪০ টা কন্ডোম কিনেছেন! কেউ আবার এক এক মাসে ৩৮টা করে অন্তর্বাস কিনেছেন।

আরও পড়ুন: ‘আমার সামনেই হস্তমৈথুন করেন’, ভিন ডিজেলের নামে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কেস

আরও পড়ুন: বলিউডের নিজের লোক করণের সামনেও মুখ খুলতে নারাজ সেলেবরা, আরেকটু হলেই ফায়ার হয়ে যাচ্ছিল র‍্যাপিড ফায়ার

অন্যদিকে আরেক ব্যক্তি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ কিনেছেন। এছাড়াও রোজকার ব্যবহারের জিনিসের বিক্রিও বেড়েছে। চলতি বছর ২১১৬৭ বোরোলিন -এর টিউব বিক্রি হয়েছে। এছাড়াও ২০২৩ এ বিক্রি হয়েছে ৮০,২৬৭ বোতল! ৩০,০২,০৮০ টা পার্টি স্মার্ট ট্যাবলেট বিক্রি হয়েছে পার্টির পর নেশা কাটানোর জন্য।

একদিকে দক্ষিণ দিল্লিতে যখন বিশেষ কিছু ব্যক্তিগত জিনিসের চাহিদা বাড়ছে তখন অন্যদিকে গুরুগ্রামে বিক্রি হয়েছে ৬৫,৭৯৩ লাইটার। এছাড়াও প্রিন্টেড জিনিসেরও চাহিদাও তুঙ্গে।

আরও পড়ুন: ‘ও ততদিনে অনেক…’ ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?

ব্লিনকিটের বিক্রি নয়, এর ব্যবসাও বেড়েছে। অপারেশনাল রেভিনিউ বেরিসগ ২০৭ শতাংশ। যা এই কোম্পানির মোট অপারেশনাল রেভিনিউকে নিয়ে গিয়েছে ৭২৪ কোটিতে। যদিও বেশ কিছুটা লোকসানও হয়েছে এই কোম্পানির।