ঈশ্বরগঞ্জ পানি সংকটে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

পানি সংকটে ভুগছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত বাসিন্দারা। খাবার পানির জন্য এখানকার নারী বাসিন্দারা প্রতিদিন বালতি, কলসি ও নানা পাত্র নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। অন্যদিকে গৃহস্থালি কাজে শামুকজানি খাল থেকে তাঁরা পানি ব্যবহার করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণীর ৯টি পরিবার প্রায় ৩ মাস পূর্বে ঘর ও জমির কবুলিয়াত দলিল পেলেও খাবার পানির ব্যবস্থা না থাকায় এখনও ঘরে উঠতে পারেননি ৪টি পরিবার। বাকী ৫টি পরিবার ঘরে উঠলেও পানি সমস্যায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ৩মাস ধরে। খাবার পানি জন্য নলকূপ স্থাপনের কথা থাকলেও প্রায় ৩মাস পেরিয়ে গেলেও নলকুপ স্থাপন হয়নি এখনো। প্রকল্পে নির্মিত শৌচাগারের অবস্থাও সূচনীয়। রবিবার সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। 

এই আশ্রয়ণের বাসিন্দারা বিডি২৪লাইভ কে বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। কিন্তু নলকূপ না থাকায় খাবার পানির জন্য আমাদের সবাইকে খুব কষ্ট করতে হচ্ছে। পানি সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় দৌঁড়াতে হচ্ছে।

তারা আরও বলেন, ‘আমরা যারা এই আশ্রয়ণে বসবাস করি, তাঁরা সবাই মূর্খ। কোথায় কার কাছে গিয়ে আমাদের দুর্দশার কথা তুলে ধরব তা জানি না। আর পানির সমস্যাটি উপজেলা ইউএনও অফিসে জানানো হয়েছে।

বলেছিলেন এক সপ্তাহের মধ্যে পানির জন্য নলকুপ স্থাপন করে দিবেন। কিন্তু এখনও কোন সমাধান হচ্ছে না। পানির অভাবে আমরা কষ্ট করে যাচ্ছি।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমস্যা নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ আকুঞ্জি  বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। সমস্যাটি দ্রুত সমাধান করা হবে।



সালাউদ্দিন/সাএ