Train Service disrupted: শেওড়াফুলির কাছে লাইনে ফাটল! বছরের প্রথম দিনে হাওড়া- বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন

বছরের শুরুর দিনেই রাজ্যে ট্রেন চলাচলে বিপত্তি। সোমবার হাওড়া-বর্ধমান মেন লাইনে সাময়িকভাবে স্তব্ধ হয় রেল যোগাযোগ। জানা গিয়েছে, শেওড়াফুলির স্টেশনের কাছে ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারিতে ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তারপরই শেওড়াফুলি ঢোকার আগে পর পর দাঁড়িয়ে যায় ট্রেন। অন্যদিকে শুরু হয়েছে মেরামতির কাজ ।

সকাল থেকে ৭ টা নাগাদ লাইনে ফাটল প্রথম দেখা যায়। তখনই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। তারপর শেওড়াফুলি স্টেশনে ঢোকার মুখে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। এছাড়াও বেশ কিছু বিকল্প লাইন দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়। অনেক ট্রেন রিভার্স লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বছরের প্রথম দিনে এভাবে ট্রেনগুলিকে দুর্ভোগের মুখে পড়তে হবে, তা  অনেকেই ভাবেননি। স্বভাবতই বছরের শুরুর দিনে বিভিন্ন ট্রেনে ছিল বহু মানুষের ভিড়। জানুয়ারির ১ তারিখ উদযাপনে স্বভাবতই অনেকেই পর্যটন কেন্দ্রগুলির দিকে ট্রেনে সওয়ার হন। আর যাত্রী বোঝাই ট্রেনগুলি এভাবে পর পর দাঁড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। বছরের প্রথম দিনেই এই ভোগান্তিতে যাত্রীরা স্বভাবতই ক্ষুব্ধ হন।

(IIT BHU ছাত্রীর গণধর্ষণকাণ্ডে ৩ অভিযুক্ত গ্রেফতার, ধৃতদের বিজেপি-যোগ রয়েছে, দাবি বিরোধীদের )

( Gas Cylinder Price Cut: বছরের শুরুতেই গ্যাসের দাম কমল! বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডারের দর কোন শহরে কত হল? রইল তালিকা) 

এদিকে, শেওড়াফুলি স্টেশনের কাছে ওই ফাটলের জায়গায় সকাল আটটা থেকে লাইন পাত বদলের কাজ শুরু হয়। এখন থেকেই পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে আশা করা হচ্ছে খুব চটজলদি তার সমাধান হবে। তবে তা হতে সময় লাগবে। উল্লেখ্য, নিউ ইয়ারের প্রথম দিনেই অনেকে কোথাও ঘুরতে যান। এছাড়াও কল্পতরু উৎসব থেকে শুরু করে একাধিক উৎসব রয়েছে এদিন। সেদিক থেকে হাওড়া-বর্ধমান মেইন লাইনের শাখায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকায় বিপত্তি বেড়েছে অনেকের।