‘I Want To Break More Records’: Novak Djokovic Keen To ‘make More History’ In 2024 Get To Know

সার্বিয়া: ৩৬ পেরিয়েছেন। ঝুলিতে সর্বাধিক ২৪টি গ্র্যান্ডস্লাম (Grand Slam)। এখনও ধারাবাহিকতার তুঙ্গে তিনি। হাঁটুর বয়সি ছেলেদের সঙ্গে টেনিস কোর্টে লড়াই করে জয় ছিনিয়ে আনছেন অবলীলায়। কিন্তু থামার কোনও লক্ষ্মণই নেই। বরং নতুন বছরের শুরুতেই নিজের লক্ষ্যস্থির করে ফেলেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ইউনাইটেড কাপ খেলছেন জোকার। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম (Grandslam) অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামবেন কিছুদিন পর থেকেই। তার আগে সার্বিয়ান টেনিস কিংবদন্তি বলছেন, ”বছরের শুরুটা দারুণ হয়েছে। আমাদের সার্বিয়ান দলের জন্য দুর্দান্ত শুরু। এভাবেই গোটা বছরটা কাটিয়ে দিতে চাই। অনেকেই আমার মন্তব্যে অহংকারের ছোঁয়া পাবে। অনেকেই ভাববেন যে আমি অসম্ভব কথা বলছি। কিন্তু এটাই সত্যি যে আমি নিজের ওপর ভীষণ বিশ্বাস করেছি প্রথম থেকেই। আমি নিজে একজন অলরাউন্ডা প্লেয়ার। যদি আমি ফিট থাকি, যদি আমি আমার ফর্মের তুঙ্গে থাকি, তবে আমি এখনও যে কোনও টুর্নামেন্ট যে কোনও গ্র্যান্ডস্লাম জয়ের ক্ষমতা রাখি। এটা বলতে আমি এতটুকুও ভীত নই।” 

২৪ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ”আমি বলতে দ্বিধাবোধ করছি না যে এখনও আমি অনেক রেকর্ড গড়তে চাই ও অনেক রেকর্ড ভাঙতে চাই টেনিস কোর্টে। আরও ইতিহাস গড়তে চাই। যা প্রতি মুহূর্তে আমাকে আরও উদ্বুদ্ধ করে তোলে।” জোকার আরও বলেন, ” গ্র্যান্ডস্লাম, অলিম্পিক্সে গেমস, দেশের হয়ে খেলা, ডেভিড কাপ, যে যে প্রতিযোগিতায় সার্বিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি, তা আমার জন্য সম্মানের।”

ইউনাইটেড কাপে সার্বিয়াকে নেতৃত্ব দিয়েছেন জকোভিচ। এরপরই এখান থেকে মেলবোর্ন উড়ে যাবেন জোকার। সেখানে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সারতেন এই টেনিস তারকা। কেরিয়ারে সর্বাধিক ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন জকোভিচ। 

উল্লেখ্য়, এই বছরের শুরুতেই টেনিস কোর্টে কামব্যাক করতে চলেছেন রাফায়েল নাদাল। ব্রিসবেন ইন্টারন্যাশনালের মাধ্যমে টেনিস কোর্টে নামতে চলেছেন স্প্যানিশ সুপারস্টার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে খেলবেন নাদাল। টেনিসে চারটি গ্র্যান্ডস্লামের মধ্যে প্রথমটি অস্ট্রেলিয়ান ওপেন। সেটি হবে আগামী ১৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ফরাসি ওপেন রয়েছে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্য়ন্ত। উইম্বলডন রয়েছে আগামী ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র ওপেন শুরু হবে ২৬ অগাস্ট থেকে। শেষ ৮ সেপ্টেম্বর।