Mahua Moitra: বাংলার পুলিশের সহায়তায় মহুয়া আড়ি পাতছে, CBIকে চিঠি এক্স বয়ফ্রেন্ডের, আগেও একজনের উপর করতেন! কে তিনি?

ঘুষকাণ্ডের জের। লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র। এবার সেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানালেন তাঁর একসময়ের বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহদ্রাই। তিনি অভিযোগ করেছেন যে মহুয়া তাঁর উপর অবৈধভাবে নজরদারি করছেন। এমনকী বাংলার পুলিশের পদস্থ কর্তাদের কাজে লাগিয়ে তিনি এসব করছেন বলে অভিযোগ করেছেন জয় অনন্ত দেহাদ্রাই। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

এমনকী তার ফোন নম্বরের উপরেও নজরদারি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি কোথায় থাকছেন সেটারও খোঁজখবর নেওয়া হচ্ছে। এনিয়ে তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

এমনকী দেহাদ্রাই কার সঙ্গে কথা বলছেন তার কল ডিটেলসও সংগ্রহ করছেন মহুয়া মৈত্র। এক্ষেত্রে বাংলার পুলিশের পদস্থ কর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে দাবি দেহাদ্রাইয়ের। এনিয়ে তিনি তদন্তের দাবি জানিয়েছেন।

এখানেই থেমে থাকেননি তিনি। জয়ের আরও দাবি, মহুয়া আগে একাধিকবার তাঁর কাছে স্বীকার করেছিলেন যে সুহান মুখার্জি বলে তাঁর এক প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল। তাঁর উপরেও নজরদারি চালাতেন মহুয়া। কারণ তাঁর সন্দেহ হত কোনও জার্মান মহিলার সঙ্গে গোপনে সম্পর্ক রাখতেন সুহান।

এমনকী সেই অভিযোগে লেখা হয়েছে সুহান কোথায় থাকছেন, কাদের সঙ্গে কথা বলছেন সব জোগাড় করে ফেলেছিলেন মহুয়া। এটা দেখে তো আমি অবাক হয়ে যাই। ২০১৯ সালে তিনি এই কাণ্ড করতেন।

কে এই সুহান মুখার্জি? ভারতের আইনগত আঙিনায় সুহান মুখার্জি পরিচিত নাম। সেই সময় মহুয়া সুহানের ফোনে নজরদারি চালাতেন বলে অভিযোগ তুলেছেন জয়। সেই সময়তেও বাংলার পুলিশ আধিকারিকদের সহায়তায় তিনি এই কাজ করতেন বলে অভিযোগ।

এই অ্যাডভোকেট জয় অনন্তের দাবি, আগেও মহুয়া নানাভাবে তাঁকে হুমকি দিয়েছেন। এমনকী একাধিকবার তাঁর মনে হয়েছে তাঁর গাড়িকে কেউ অনুসরণ করে। এনিয়ে স্পেশাল ডাইরেক্টরের মাধ্যমে এই ঘটনার তদন্তের জন্য তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেছেন।