Upper primary counselling: উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে জানুয়ারিতেই, জানাল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সেলিং শুরু হয়েছিল গত ৬ নভেম্বর থেকে। ২ ডিসেম্বর পর্যন্ত চলেছে কাউন্সেলিং। পরীক্ষার পরেও দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় অনেকেই নিয়োগের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে নতুন করে কাউন্সেলিং শুরু হওয়ার পর আবার প্রার্থীদের মধ্যেই নিয়োগের আশা জেগেছে। প্রথম দফার কাউন্সেলিং কেটে গিয়েছে এক মাস। এবার দ্বিতীয় দফার কাউন্সেলিং খুব দ্রুতই শুরু হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এনিয়ে এখনও পর্যন্ত এ বিষয়ে হেলদোল দেখা যাচ্ছে না কমিশনের। এনিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের প্রথম দিনে সম্মতিপত্র পেলেন ২৬৬ জন, অনুপস্থিত ৩৫

প্রথম পর্বের কাউন্সেলিংয়ে ৮৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। তাতে অবশ্য অনুপস্থিত ছিলেন ১০২৫ জন প্রার্থী। আবার ৯৪ জন প্রার্থী কাউন্সিলিংয়ে স্কুল বাছাই করেননি। ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে তারফলে কমপক্ষে ২ হাজারের বেশি প্রার্থীর ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের জন্য কোনও নোটিশ জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাদের বক্তব্য, নিয়োগ সম্পর্কিত মামলা কলকাতা হাইকোর্টে চলছে। আগামী ৯ জানুয়ারি তার শুনানি রয়েছে। চাকরিপ্রার্থীরা চাইছেন তার আগেই দ্বিতীয় কাউন্সিলিং শেষ করতে হবে।  তবে এই সময়ের মধ্যে কাউন্সেলিং শেষ করা সম্ভব নয় বলে মনে করছে এসএসসি। তাদের বক্তব্য, জানুয়ারি মাসের মধ্যেই দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হবে। যদিও কবে থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি এসএসসি তরফে।

প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনে প্রার্থীদের আপাতত সুপারিশপত্র দেওয়া হয়নি। তবে স্বচ্ছতা বজায় রাখতে কোন প্রার্থী কোন স্কুল বেছে নিয়েছেন তা উল্লেখ করে দেওয়া হচ্ছে এসএসসির তরফে। কাউন্সেলিংয়ে প্রার্থীদের নথি পরীক্ষা করার পর সেখানে ডিগ্রি থেকে ট্রেনিং, এমনকী জাতিগত শংসাপত্র সঠিক রয়েছে কিনা তা যাচাই করে নেয় এসএসসি। মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হয় বলে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।এসএসসি সূত্রের খবর, প্রার্থীরা যাতে স্কুল বেছে নিতে পারেন তার জন্য কাউন্সেলিংয়ের সময় ভবনের ভিতরে বেশ কয়েকটি স্ক্রিন লাগানো হয়। প্রার্থীরা কোনও স্কুল বেছে নিলে সেক্ষেত্রে স্ক্রিনে ডিসপ্লে হয়।