Manipur Violence: বছরের শুরুতেই ফের হিংসা মণিপুরে! ৪ জনের মৃত্যু, বুলেটে আহত ৫, শান্তির আর্জি মুখ্যমন্ত্রীর

বছরের প্রথম দিনেই ফের অশান্ত হয়েছে মণিপুর। মণিপুরের থৌবালে এক সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেখানে বুলেটবিদ্ধ হয়ে আহত হয়ে পড়েছেন ৫ জন। উল্লেখ্য , গত বছর মে মাস থেকে অশান্ত মণিপুর। এরপর নতুন বছরের শুরুতেই ফের একবার অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। মণিপুরের ঘটনার পর রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

এদিকে, জানা গিয়েছে, মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোর ফলে সেখানে কারফিউ আরও আটোসাটো করা হয়েছে। এর আগে গত বছর মণিপুরে অশান্তির জেরে ২০০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রক্তাক্ত ছবির মাঝেই উঠে এসেছিল আরও এক ভয়াবহ দৃশ্য। মণিপুরের দুই মহিলাকে নগ্ন অবস্থায় রাস্তায় প্যারাডের দৃশ্যের ক্লিপ সেই হিংসা ঘিরে ভাইরাল হয়। গোটা দেশ সরব হয় সমালোচনায়। ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী। বিরোধীরা সরব হয় এন বীরেন সিংয়ের ইস্তফার দাবিতে। উত্তাল হতে থাকে মণিপুর। উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক দিক থেকে। এরপর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে মণিপুর ঘিরে বেশ কিছু পদক্ষেপ করা হয়। কবে নতুন বছরের শুরুতেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ফের আতঙ্ক ধরিয়েছে।

( WB Weather Rain Forecast:গায়েব হাড়কাঁপানো ঠান্ডা, এবার নামবে বৃষ্টি! বাংলার ৫ জেলায় বর্ষণের পূর্বাভাস, রইল আবহাওয়ার খবর)

এদিকে, পুলিশ জানিয়েছে, থৌবালের লিলং এলাকায় ওই ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। এলাকার মানুষও সেখানে গোলা বর্ষণের ছবি তুলে ধরে। এছাড়াও গুলির জেরে মাটিতে পড়ে যাওয়া মৃতদেহগুলির ছবিও তারা পুলিশকে দিয়েছে। উল্লেখ্য, মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে গত মে মাস থেকে তপ্ত মণিপুর। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এক অফিসারের তথ্য অনুযায়ী, ‘ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমরা তথ্য পেয়েছি যে কিছু হামলাকারী স্থানীয়দের দ্বারা ধরা পড়েছে তবে এটি এখনও যাচাই করা হয়নি। পুলিশ এখনও গ্রামে পৌঁছতে পারেনি কারণ বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছে।’ উল্লেখ্য, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১২ কিলোমিটার দূরে রয়েছে লিলং এলাকা। সেখানে নতুন করে হিংসার জেরে ফের উদ্বেগ বাড়ছে মণিপুর ঘিরে।