Ration strike: কমিশন বাড়ানোর দাবি, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট, ভোগান্তি গ্রাহকদের

কমিশন বৃদ্ধির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের রেশন ডিলাররা। এর ফলে রাজ্যের ১৮ হাজার রেশন দোকান আজ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। সারা দেশে তালা ঝুলবে ৫ লক্ষেরও বেশি রেশন দোকানে। 

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংগঠন সূত্রে খবর, ওই দিনই তাঁরা সংসদ ভবন অভিযানে যাবেন। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁদের। 

এদিন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে বলেন, ‘একটানা অনটন এবং হাতাশার জেরে রেশন ডিলাররা কার্যত অস্তাচলে যাবার জোগাড়। কেন্দ্রীয় সরকার আমেদের দাবিগুলি দীর্ঘদিন ধরে মানছে না। সেগুলির দায় রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছি।’

 

তিনি বলেন, ‘যত দিন না রেশন ডিলারদের মাসিক নূন্যতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, ততদিন অন্য কোনও দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’ তিনি অভিযোগ করেন. পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদের তাঁরা খাদ্যভবনের সামনে বিক্ষোভও দেখান।

প্রশ্ন উঠেছে দুয়ারে রেশন নিয়েও। ধর্মঘটের জেরে ব্যাহত হবে দুয়ারে রেশন কর্মসূচি। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ওনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বনধ ডেকেছেন। দুয়ারে রেশন বন্ধ করে কোনও লাভ হবে না।’ 

রেশন ডিলাররা জানিয়েছেন, তার ইচ্ছা করে ধর্মঘটের ডাক দেননি। বাধ্য হয়ে তাঁদের ধর্মঘটের রাস্তায় হাঁটতে হচ্ছে। এই ধর্মঘটের জেরে দেশে প্রায় ৮০ কোটি রেশন গ্রাহকরা চরম অসুবিধার  মুখে পড়েছেন।