Suvendu Adhikari: ED হাতে বাজেয়াপ্ত অভিষেকের বাবার বাড়িতে নজর শুভেন্দুর, খুলতে চান অনাথ আশ্রম

সোমবারই আদালতে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে ED. তার মধ্যে রয়েছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রের নামে কেনা ২টি বাড়ি। অভিষেকের বাবার নামে কেনা বাড়ি নিলামে কেনার ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ওই বাড়িতে অনাথ আশ্রম বানাবেন তিনি।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় বিজেপির সভা থেকে শুভেন্দুবাবু বলেন, ‘এই ভিখারি পিসি খালপাড়ে থাকে, বাড়ি কত করেছে জানেন? ২টো বাড়ি ইডি অ্যাটাচ করেছে। একটা কয়লা ভাইপোর বাপের বাড়ি। আরেকটা লিপস অ্যান্ড বাউন্ডসের বাড়ি। ২টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ED-কে বলব তাড়াতাড়ি নিলাম করুন। আমার হাতে লোক আছে। বাড়িটা কিনবে। বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করব’।

এদিন শুভেন্দু বলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচ করে ইডি তো সাহেব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার কখন তাকে ডেকে জামাই আদর করবে সেটা আমি বলতে পারব না।’

নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতে ইডি যে নথি জমা দিয়েছে তাতে রয়েছে অ্যাটাচ হতে চলা সম্পত্তির তালিকা। তাতে কালীঘাটের বাড়ি ২টি ছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অন্তত ৩টি নির্মিয়মান বাড়ি রয়েছে।