অভিনব যন্ত্র ফেলে মহাসড়কে নাশকতা, একাধিক গাড়ি বিকল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন এলাকায় স্টিলের টুকরো (তারকার মতো ত্রিকোণ যন্ত্র) ফেলে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মহাসড়কের নয়দুয়ার, নিজামপুর, হাদিফকিরহাট, মীরসরাই পৌরসভা, বিশ্বরোড এলাকায় এসব স্টিলের টুকরো ফেলে রাখা হয়। এতে রাত ১০টা থেকে ১২টার মধ্যে একাধিক গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এসব গাড়িকে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে নয়দুয়ার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বিকট শব্দ হয়ে কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরবর্তীতে গাড়ির চাকার মধ্যে স্টিলের ধারালো তারকা দেখা যায়। মহাসড়কের নাশকতা সৃষ্টির জন্য এমনটি করেছে দুর্বৃত্তরা।

নিজামপুর এলাকার গাড়ি মেকানিক রিপন মিয়া বলেন, অভিনব ধরনের ধাতব বস্তু এটি। দেখতে তারকার মতো। স্টিলের এই যন্ত্র মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে গেছে দুর্বৃত্তরা। এতে মহাসড়কে চলাচলরত গাড়িগুলোর চাকা পাংচার হচ্ছে। এই ধরনের বস্তু আগে দেখিনি। পাঁচ বছর ধরে মহাসড়কের নিজামপুর এলাকায় গাড়ির চাকা সারানোর কাজ করছি। স্টিলের এই ত্রিকোণ আকারের যন্ত্রগুলো পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা স্টিলের ধারালো যন্ত্র ছড়িয়ে রেখেছে। এতে বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।