Pak citizen: ভারতীয় জলসীমায় জাহাজে পাক নাগরিকদের নিয়োগ! রিপোর্ট চাইল হাইকোর্ট

ভারতীয় সেনায় পাক নাগরিক নিয়োগের অভিযোগ আগেই উঠেছিল। এবার আরও একটি ক্ষেত্রে পাক নাগরিকদের নিয়োগের অভিযোগ সামনে এসেছে। ভারতীয় জলসীমার জাহাজে পাকিস্তান সহ অন্যান্য বিদেশি নাগরিকদের নিয়োগের অভিযোগ উঠেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট একটি মামলা হয়েছে। সেই সংক্রান্ত মামলায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ আগামী ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ব্যারাকপুরের সেনা ক্যাম্পে পাকিস্তানের দুই নাগরিক, সিআইডিকে নির্দেশ বিচারপতির

কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছিলেন সুবীর রায়চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ভারতীয় জলসীমায় থাকা জাহাজে নাবিক এবং অন্যান্য কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। তিনি দাবি করেন, নিয়ম অনুযায়ী ভারতীয় জাহাজ বা দেশের জলসীমায় থাকা অন্য জাহাজে নাবিক এবং অন্যান্য কর্মী হিসেবে দেশীয় নাগরিকদের নিয়োগ করতে হবে। কিন্তু, কিছু নিয়োগকারী সংস্থা নিয়ম না মেনে ইরান, পাকিস্তান এমনকী অন্যান্য দেশের নাগরিকদেরও বেআইনিভাবে নিয়োগ করছে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর অভিযোগ, তথ্যে কারচুপি করে ওই নাগরিকরা জাহাজে কাজ করছে। সে ক্ষেত্রে নাশকতার সম্ভাবনার আশঙ্কাও করেছেন মামলাকারী।

এই ঘটনায় তিনি এএনআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও ডিজি শিপিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি বিষয়টি জানালেও তাদের মামলায় অন্তর্ভুক্ত করেননি। তাঁর আশঙ্কা সে ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এই বিষয়টিকে গুরুতর বলে দাবি করেছেন। তিনিও জানান, এই ঘটনায় তদন্ত করা প্রয়োজন। এর পরে বিষয়টির গুরুত্ব বিচার করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, এর আগের কলকাতা হাইকোর্টে সেনাবাহিনীতে পাক নাগরিক নিয়োগের অভিযোগে মামলা করেছিলেন বিষ্ণু চৌধুরী নামে হুগলির এক বাসিন্দা। তিনি অভিযোগ করেছিলেন, একটি চক্রের মাধ্যমে সেনাবাহিনীতে বেআইনিভাবে নিয়োগ করা হচ্ছে। সেই ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চলাচ্ছে সিবিআই।