সিরাজগঞ্জে কাপড়ের গদি ঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের বেলকুচিতে কাপড়ের গদি ঘরে আগুন লেগেছে। এতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯ টা দিকে বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতি সাহা পাড়া গ্রামের নরেশ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে হঠাৎ নরেশ সাহার বাড়ির তাঁত ফ্যাক্টরির গদি ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে এগিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নেভাতে চেষ্টা করলে তা সম্ভব না হলে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের বেলকুচি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। যেহেতু এটি একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান ক্ষতি তো হয়েছে। তবে এখনই কত টাকার ক্ষতি হয়ে তা বলা যাচ্ছে না। এটি তদন্ত করে জানানো যাবে।



সালাউদ্দিন/সাএ