Ranji Trophy: At 12, Bihar’s Vaibhav Suryavanshi Makes Ranji Trophy Debut Against Mumbai

পাটনা: মুম্বইয়ে ৬-৭ বছরের খুদেদের ক্রিকেটারদের খেলতে দেখে যারপরনাই বিস্মিত হয়েছিলেন সঞ্জীব সূর্যবংশী। শহরতলিতে তিনি তখন সংসার চালানোর জন্য লড়াই করছেন। ওভাল ময়দানে এক কোচকে তিনি জিজ্ঞেস করেন, ক্রিকেট শুরু করার বয়স কী হওয়া উচিত? সেই কোচ তাঁকে তিন শব্দের জবাব দেন। ‘যত দ্রুত সম্ভব।’

সেই সঞ্জীব সূর্যবংশীর পুত্র বৈভব (Vaibhav Suryavanshi) হইচই ফেলে দিলেন শুক্রবার। মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটিয়ে। পাটনার মঈন উল হক স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে বৈভব সূর্যবংশী।

সঞ্জীব বলেছেন, ‘আমি নিজে ক্রিকেটার হতে চেয়েছিলাম। কিন্তু বিহারে সেই সময় কোনও খেলারই সুযোগ সুবিধা ছিল না। ১৯ বছর বয়সে আমি মুম্বইয়ে চলে যাই। অনেকরকম কাজ করি। কোলাবায় নাইটক্লাবে বাউন্সারের কাজও করেছি। সুলভ শৌচালয়েও কাজ করেছি। তবে ছুটির দিনে ওভাল ময়দানে সময় কাটাতাম। বাচ্চারা প্যাড হেলমেট পরে খেলত। কেউ কেউ এত ভাল খেলত যে, ঘণ্টার পর ঘণ্টা ওদের দেখেই কেটে যেত। তখনই ঠিক করি, আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাকে ক্রিকেটারই বানাব।’

মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে বিহারের (Bihar) হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2023-24) অভিষেক ঘটাতেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়ে, ভারতের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নজির গড়ে ফেলেছে ছোটখাট চেহারার মারকুটে ব্যাটার। পরে অবশ্য বৈভবকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তার বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য প্রতাপ বর্মা। তাঁর দাবি, বয়স ভাঁড়িয়ে বৈভব বিহারের হয়ে রঞ্জি খেলতে নেমেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্রিকেটারের বাবা সঞ্জীব।

ঘরোয়া ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল ১৫ বছর ২৩২ দিন বয়সে। এবার সেটাকে টপকে গেল বৈভব। মাত্র ১২ বছর বয়সে অভিষেক করল। আর সে সেটা করল মুম্বইয়ের বিপক্ষেই। বর্তমানে বিহার দল মুম্বইয়ের বিপক্ষে ম্যাচ খেলছে তাদের ঘরের মাঠ মঈন উল হক স্টেডিয়ামে। এই ম্যাচেই অভিষেক ক্যাপ পেল বৈভব।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে