AUS Vs PAK 3rd Test: David Warner Finishes Test Career With 34 Run Innings Bad Light Force Early Stumps On Day 2

সিডনি: পাকিস্তানকে প্রথম দিনে ৩১৩ রানে আউট করে দেওয়ার পর তৃতীয় টেস্টের (AUS vs PAK 3rd Test) দ্বিতীয় দিনে সকলের নজর ছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) দিকে। অস্ট্রেলিয়ান ওপেনার নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন বৃহস্পতিবার। ঘরের মাঠে শেষ ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি। মাত্র ৩৪ রানেই আউট হলেন ওয়ার্নার। বৃষ্টি ও খারাপ আলোর জেরে দ্বিতীয় দিনের কার্যত আধা দিন খেলাই সম্ভব হল না।

অন্তিম টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত ৯০ ওভারের মধ্যে মাত্র ৪৬ ওভার খেলা সম্ভব হল। সেই ৪৬ ওভারে অজ়িরা দুই উইকেটের বিনিময়ে ১১০ রান বোর্ডে তোলে। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/২। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটাররা শুরু থেকেই বেশ চাপে ছিল। স্বভাবচিত আগ্রাসী মেজাজে নয়, বরং খানিকটা দেখেশুনেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা।

ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। ওয়ার্নার আউট হওয়ার পর পরই ৭৮ রানে প্রথম সেশন শেষ হয়। দ্বিতীয় সেশনে অজ়ি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলান সেট খাওয়াজা ও মার্নাস লাবুশেন। দুই ব্যাটারই বড় শটের বদলে দেখেশুনে এক, দুই রান করে ইনিংস এগিয়ে নিয়ে যান। ৩৯তম ওভারে এক উইকেট হারিয়েই শতরানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া।

 

খাওয়াজা অর্ধশতরানের দিকে এগোচ্ছিল। তবে তাঁর ১৪৭ বলের ইনিংস সমাপ্ত করেন আমির জামাল। কিপার মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি। ১০৮ রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায়। এরপরই বৃষ্টি এবং খারাপ আলোর জেরে পরের সেশনে খেলা আর সম্ভব হয়নি। তাই আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। দিনের শেষে লাবুশেন ২৩ ও স্টিভ স্মিথ ছয় রানে অপরাজিত রয়েছেন। আপাতত পাকিস্তানের থেকে প্রথম ইনিংসে ১৯৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ কবে? কবে হবে ফাইনাল?