ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, যুবককে মারধর করে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ শেষে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসার ১৬৯ নম্বর ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটককৃত যুবকের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভোটকেন্দ্রের সামনে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে এক যুবককে আটক করে মারধর করে। তবে ওই যুবকের সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

আটককৃত ওই যুবকের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এখনও জিজ্ঞাসাবাদ চলছে। তবে রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে সেখানে যাওয়ার কথা নয়।’