৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সিলেটের ২৭ লাখ ভোটার

বিএনপিবিহীন নির্বাচন ঘিরে উৎসবের পাশাপাশি উৎকণ্ঠাও রয়েছে। তবে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থার মধ্যে রবিবার (০৭ জানুয়ারি) সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৭ লাখ ভোটার। 

এবারের নির্বাচনে ৩৫ প্রার্থীর নাম থাকলেও ভোটের মাঠে আছেন ৩৩ জন। ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ আর ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম আশরাফী।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। নির্বাচনে বিশৃঙ্খলা বা কারচুপির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৫৮ জন; জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আরও দুই জন আপিল করে প্রার্থিতা ফিরে পান। 

ছয়টি আসনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও নারী ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও কক্ষ আছে ছয় হাজার ছয়টি।