Abhimanyu Easwaran To Lead India A Against England Lions, Know Full Squad

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে বিকল্প ওপেনার হিসাবে রাখা হয়েছিল তাঁকে। যাতে নিয়মিত ওপেনারদের কেউ চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে তাঁকে খেলানো যায়।

বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) এবার আরও বড় দায়িত্বে। ভারত এ (INDIA A) দলের অধিনায়ক করা হল বাংলার প্রাক্তন অধিনায়ককে। সেই সঙ্গে সুযোগ পেলেন বাংলার আরও এক ক্রিকেটার। পেসার আকাশ দীপ।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ ও প্রথম চারদিনের ম্য়াচের জন্য ভারত এ দল বেছে নেওয়া হল শনিবার। সেই দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিমন্যুর হাতে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় সিনিয়র দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অভিমন্যুর। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। তাঁকেও সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় এ দলে। তিনিই সম্ভবত অভিমন্যুর সঙ্গে ইনিংস ওপেন করবেন। তবে দলে রাখা হয়নি দেবদত্ত পাড়িক্কলকে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারদিনের ম্যাচে খেলেছিলেন দেবদত্ত। শনিবার রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রান করেছেন তিনি। তবে ভারত এ দলে সুযোগ পাননি।

মিডল অর্ডার ব্যাটিংয়ের ভার সামলাবেন রজত পাতিদার, সরফরাজ খান ও প্রদোষ রঞ্জন পাল। গত রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর সর্বোচ্চ রানপ্রাপক প্রদোষ ধারাবাহিকতার পুরস্কার পেলেন।

প্রথম উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে কে এস ভরতকে। সঙ্গে বিকল্প হিসাবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে। ইন্ডিয়া এ দলে দ্বিতীয়বারের জন্য ডাক পেলেন রাজস্থানের স্পিনার মানব সুতার। গত রঞ্জি ট্রফিতে ৩৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার সুতার। জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ইমার্জিং এশিয়া কাপেও নজর কেড়েছিলেন। সার্ভিসেসের স্পিনার পুলকিত নারাং দ্বিতীয় স্পিনার হিসাবে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ। শুধু প্রথম ম্যাচেরই দল ঘোষণা করা হয়েছে শনিবার।

নির্বাচিত ভারতীয় এ দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কে এস ভরত (উইকেটকিপার), মানব সুতার, পুলকিত নারাং, নভদীপ সাইনি, তুষার দেশপাণ্ডে, ভি কাভেরাপ্পা, ধ্রুব জুরেল (উইকেটকিপার)  ও আকাশ দীপ।

আরও পড়ুন: Shubham Dubey: বাবার ছিল পানের দোকান, কোটিপতি হয়ে শুভমের কানে বাজছে সৌরভের মন্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে