‘Exciting, Entertaining, Hope I Put A Smile On Everyone’s Face’: David Warner On How He’d Like To Be Remembered

মুম্বই: ২০১১ সাল থেকে শুরু হয়েছিল। আজ ২০২৪ সালে ৬ জানুয়ারি নিজের ১৩ বছরের টেস্ট কেরিয়ার শেষ করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তানের (Pakistan vs Australia) বিরুদ্ধে সিডনি টেস্টে নিজের শেষ টেস্ট ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া(Australia Cricket Team)। ম্যাচ জয়ের পর ওয়ার্নার বলছেন, ”গত ১৮ মাস অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য দারুণ লাগল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতেছি আমরা। অ্যাশেজ জিতেছি। বিশ্বকাপ জিতেছি। এবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতলাম আমরা।”

বিদায়বেলায় ওয়ার্নার আরও বলেন, ”যেভাবে আমি খেলেছি তাতে দর্শকদের মুখে হাসি ফোটাতে পেরেছি বলেই বিশ্বাস করি এবং আশা করি তরুণরাও আমাকে অনুসরণ করবে।” অজি তারকাকে পাকিস্তান দলের সই করা জার্সি উপহার দেন শান মাসুদ। ওয়ার্নার তাঁর হেলমেট ও গ্লাভস উপহার দেন এক খুদে সমর্থককে। তিনি আউট হয়ে ফেরার পথে আবেগপ্রবণ ছিল এসসিজি-র পুরো গ্যালারি। তাঁর বিদায়কালে এসসিজির দর্শকেরাও চোখ মুছেছেন, দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। সম্মান জানিয়েছেন নিজের এবং বিপক্ষ দলের প্লেয়াররা। 

গতকাল ৬৭/৭ থেকে এদিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মহম্মদ রিজওয়ান ও আমের জামাল। এদিন ম্যাচের প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। ২৮ রান করে নাথান লিয়ঁর বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে রিজওয়ানের মতই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন আমের জামাল। কিন্তু এদিন ১৮ রান করেই ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত পাকিস্তান শিবির ১১৫ রানে অল আউট হয়ে যায়। এদিনের তিনটি উইকেটই নাথান লিঁয় তুলে নেন।

১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার। নিজের শেষ টেস্ট ইনিংস খেললেন বাঁহাতি ওয়ার্নার। মাঠে ব্যাট করতে নামার সময় পাক দলে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় তাঁকে। খাওয়াজা প্রথম ওভারেই সাজিদের বলে কোনও রান না করেই প্য়াভিলিয়ন ফেরেন। তবে মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন ওয়ার্নার। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। লাবুশেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্মিথ ৪ রানে অপরাজিত থাকেন।